নিরাহুয়ার সঙ্গে গভীর রাতে উদ্দাম রোমান্সে মাতলেন আম্রপালি

আম্রপালি

বিনোদন ডেস্ক : এবার আর কেবল নাচ গান বা টুকরো রোমান্সের দৃশ্য নয় বরং বদ্ধ ঘরের মধ্যে নিজেদের শরীরে আগুন জ্বালিয়ে ভক্তদেরও বুকে উত্তেজনা বাড়ালেন ভোজপুরি ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় তারকা তথা জুটি আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদব। বর্তমানে যে ইন্টারনেটের সেনসেশনের টপলিস্টে ভোজপুরি ছবির গানগুলি জায়গা করে নিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। কেবল গান নাচ নয় ভিডিওর মধ্যে নায়ক নায়িকাদের দুর্ধর্ষ রোমান্টিক পারফরম্যান্স নজর কাড়ে দর্শকদের।

আম্রপালি

ভোজপুরি ইন্ডাস্ট্রির রোম‍্যান্স কিং বললেই আসে দীনেশ লাল যাদব ওরফে নীরাহুয়ার কথা‌‌। অপরদিকে লাস‍্যময়ী অভিনেত্রী হিসাবে অন্যতম আম্রপালি দুবে। তারা দুজনে তো যথেষ্ট জনপ্রিয়ই তবে তারসাথেই জুটি হিসেবেও এই দুজনের অনস্ক্রিন কেমেস্ট্রি আরো বেশি হিট। সম্প্রতি এবার এই জনপ্রিয় জুটিকেই চরম রোমান্স ফুটিয়ে তুলতে দেখা গেল পর্দায়।

FULL VIDEO - Khatiya Se Khatiya | New Hot Bhojpuri SONG 2016 | | Dinesh Lal Yadav & Amrapali Dubey|

ভিডিওতে “বাম বাম বল রাহা হে কাশী” সিনেমার একটি দৃশ্য ভাইরাল হয়েছে যেখানে “খাটিয়া সে খাটিয়া সাটাইবা কি না” গানের তালেই চরম পারফর্ম করতে দেখা গেছে তাদের। ভিডিওজুড়ে দেখা মিলেছে তাদের দুষ্টু মিষ্টি খুনসুটি আর ভরপুর রোমান্সের। গানের শুরুতে তারা আলাদা আলাদা খাটিয়াতে শুয়ে ছিলেন তবে পরবর্তীতে দুজন একে অপরের সঙ্গে মিশে গেছেন। তাদের এই দুর্বার কেমেস্ট্রি খুব পছন্দ হয়েছে দর্শকদের‌।

১ কোটিতে পা রাখলেন পূর্ণিমা

ভিডিওটি একেবারেই রসে পরিপূর্ণ। তাই স্বাভাবিকভাবেই গানের তালে দুজনের নাচের সাথেই বেশি করে চোখ টেনেছে তাদের দুজনার অনস্ক্রিন রোমান্স। নায়িকার সাথে নায়কের শরীরী হিল্লোল, বোল্ডনেস উপভোগ্য হয়ে উঠেছে দর্শকদের কাছে। প্রায় ছয় বছর আগে প্রকাশিত এই ভিডিওর সূত্র ধরে ফের নতুন করে শিরোনামে চলে এসেছেন এই দুই জুটি‌।