খিদে লেগেছে বলেই দ্রুত আউট হন আন্দ্রে রাসেল, সমালোচনার ঝড়

আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক : তিনি নাইট সমর্থকদের কাছ ভগবানের মতো! তাঁর ব্যাট চললে গ্যালারি উত্তাল হয়ে ওঠে। এহেন আন্দ্রে রাসেল যে আউট হয়ে সাজঘরে ফিরে এমন কাণ্ড বাঁধিয়ে ফেলবেন কে জানত! দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স চার উইকেটে হারতেই সবার নিশানায় ‘দ্রে রাস’। লাগাতার পাঁচ হারার পরে নাইট শিবির যতই তাঁর জন্মদিন নিয়ে সেলিব্রেশন করুক, রাসেলকে ‘ট্রোল’ করা চলছেই।

আন্দ্রে রাসেল

কারণ কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফিরে গিয়েই খাবারের প্লেট হাতে তুলে নিয়েছিলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। সোশ্যাল মিডিয়ার যুগে সেই ছবি ভাইরাল হতে সময় লাগেনি। সবার তখন একটাই প্রশ্ন, খুব জোর খিদে পাওয়ার জন্যই কি দ্রুত আউট হয়েছিলেন রাসেল!

১৩.৪ ওভারে কুলদীপের স্পিনে বোকা বনে ফিরে যান রাসেল। কুলদীপের প্রথম বলে ডিফেন্স করেন তিনি। পরের বলটি বুঝতেই পারেননি ক্যারিবিয়ান তারকা। তৃতীয় বলে স্টেপ আউট করে মারতে গিয়ে স্টাম্প আউট হন।

আর এরপরই সাজঘরে ফিরে প্লেট হাতে ডিনার শুরু করে দেন রাসেল। মাঠের জায়ান্ট স্ক্রিনে সেটা দেখানো হয়। রাসেলের ডিনারের দৃশ্য টিভির পর্দায় ভেসে উঠতে ধারাভাষ্যকাররাও হাসাহাসি করতে শুরু করে দেন।

কুলদীপের দ্বিতীয় ওভারে অধিনায়ক শ্রেয়স আইয়ার যখন আউট হন, তারপর দলের ভরসা ছিলেন রাসেলই। বড় রান করে দলকে জয়ী করার দায়িত্ব ছিল তাঁর কাঁধে। কেকেআর সমর্থকরাও আশায় বুক বেঁধেছিলেন রাসেলের মারমুখী ব্যাটিং দেখবেন বলে।

সৌরভকে ছেড়ে অন্য ব্যক্তির সঙ্গে রোমান্সে দিতিপ্রিয়া

তবে এ বার রাসেলের অন্য রূপ দেখা গেল। চলতি আইপিএল-এ নয় ম্যাচে মাত্র ২২৭ রান করেছেন। ফলে বোঝাই যাচ্ছে তিনি ফর্মের ধারেকাছে নেই। তাই তো নয়নের মণিকে এখন সোশ্যাল মিডিয়াতে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে কটাক্ষ করা হচ্ছে।