‘খেলা হবে’ সিনেমার লুকে ঝড় তুললেন বুবলী

বুবলী

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেমের খবর সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছে। এর রেশ কাটতে না কাটতেই ‘খেলা হবে’ নামে নতুন সিনেমার লুক প্রকাশ করলেন বুবলী।

বুবলী

এ সিনেমার বেশ কয়েকটি লুকের ছবি ফেসবুকে প্রকাশ করে বুবলী ক্যাপশনে লিখেছেন- টিএম ফিল্মস, খেলা হবে।

বুবলীর সঙ্গে সংগীতশিল্পী কৌশিক তাপসের নাম জড়িয়ে সম্পর্কের খবর রটেছে তাপসের স্ত্রী গানবাংলা টিভির চেয়ারম্যান ফারজানা মুন্নীর একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে। কিছুক্ষণ পর মুন্নীর ফেসবুক থেকে স্ট্যাটাসটি সরিয়ে নেওয়া হয়।

পরে জানা গেছে, ফারজানা মুন্নীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বুবলীও এ ঘটনার প্রতিবাদ জানান। বলেন, তার ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করছে একটি চক্র।

জায়েদ প্রসঙ্গে কী বললেন ইধিকা

এদিকে টিএম ফিল্মসে দেখা যাবে ঢাকাই সিনেমার দুই নায়িকা পরীমনি ও শবনম বুবলীকে। ‘খেলা হবে’ নামে এ সিনেমাটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু। এতে আরও অভিনয় করেছেন- মুশফিক ফারহান, আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।