বিছানা ছেড়ে সোফায় শুইয়ে উদ্দাম রোমান্সে মাতলেন খেসারি লাল যাদব

Bhojpuri-Video

বিনোদন ডেস্ক : বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে।

Bhojpuri-Video

বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। তাঁদের কিলার এক্সপ্রেশনের ফ্যান লক্ষ লক্ষ মানুষ। এই তালিকার মধ্যেই রয়েছেন ভোজপুরি হট অভিনেত্রী অক্ষরা সিং।

ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং যে ব্যাপক সুন্দরী তা বলার অপেক্ষা রাখে না। তাঁকে দেখা যেন ভিজুয়াল ট্রিট। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে আপনার রাতের ঘুম উড়ে যাবে।

VIDEO - छू के छोड़ देला | Khesari Lal Yadav | New Song 2023 | Chhu Ke Chhor Dela | Bhojpuri Song

আসলে এই ভিডিওটি হল ভোজপুরি তারকা অক্ষরা সিং ও খেসারি লাল যাদবের প্রেমের ভিডিও। হ্যাঁ ঠিকই শুনেছেন। এমনই একটি ভিডিও নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক চর্চা চলছে। অবশ্য আপনাদের জানিয়ে রাখি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি একটি ভোজপুরি মিউজিক ভিডিও।

এই দেশে ডিভোর্স মানেই উৎসব, জীবনে বিয়ে আসে ৫-১০ বার

এই ভাইরাল ভোজপুরি ভিডিওতে অক্ষরা সিং ও খেসারি অসম্ভব সুন্দর কায়দায় রোম্যান্স করেছেন। তাঁরা এই বছরে প্রেমের দিবস ১৪ ফেব্রুয়ারি এই মিউজিক ভিডিও রিলিজ করেছিল। তাঁরা ‘পানি পানি‘ গানে লজ্জার সীমা অতিক্রম করে ব্যাপক কায়দায় নাচ করেছেন। এতে অক্ষরা সিংয়ের সৌন্দর্য্য মন জয় করে নিয়েছে সকলের। তাঁদের এমন অন্তরঙ্গ রোম্যান্স দেখে লজ্জায় পড়েছেন দর্শকরাও। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।