লেখাপড়া ছেড়ে শিক্ষিকার প্রেমে মজলেন খেসারি লাল যাদব

খেসারি

বিনোদন ডেস্ক : বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে।

খেসারি

বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। সেইসাথে এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সুপারস্টার খেসারি লাল যাদবের।

এই ভোজপুরি সুপারস্টারের জনপ্রিয়তা শুধুমাত্র যে দেশের মাটিতে, এমনটা নয়। বিদেশেও এই অভিনেতার অনেক অনুরাগী রয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই তিনি ভোজপুরি ইন্ডাস্ট্রি তথা গ্ল্যামার ওয়ার্ল্ডে বড় নাম করে নিয়েছেন।

#Video | ट्यूशन वाली | #Khesari Lal Yadav | Tuition Wali | #Neha Raj | Bhojpuri Viral Song 2022

তাইতো অভিনেতার কোন গান ইউটিউবে রিলিজ করলেই তা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে যায়। আসলে লাখ লাখ অনুরাগীরা মুহুর্তের মধ্যে ভিডিওতে লাইক দেন এবং অনেকেই কমেন্ট করেন। সম্প্রতি অভিনেতার টিউশন ওয়ালি গানটি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।

এই স্মার্টওয়াচে দেখা যাবে গুগল ম্যাপও

এই ভোজপুরি গানে খেসারি লাল যাদবের সাথে রয়েছেন অভিনেত্রী আস্থা সিং। এই গানে খেসারি একজন তরুণ কলেজ ছেলের চরিত্রে অভিনয় করেছেন যে একটি মেয়ের প্রেমে পড়ে যে লাইব্রেরিতে বেশি সময় কাটায়। অভিনেতা তাকে দেখতে লাইব্রেরিতে গেলেই সেই ‘টিউশন ওয়ালি’ অভিনেত্রীও খেসারির প্রেমে পড়ে যান। এরপর খেসারি ও আস্থার গভীর রসায়ন বেশ পছন্দ হয় নেট নাগরিকদের। বলা বাহুল্য, প্রেমিক যুগলের এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়াতে।