মানিকগঞ্জ প্রতিনিধি : পবিত্র মাহে রমজানের সম্মানে ও বিশ্বব্যাপী মুসলিমদের নির্যাতনের প্রতিবাদ ও নির্যাতিত মুসলিম জাতির জন্য দোয়া কামনায় মানিকগঞ্জে খেলাফত মজলিশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বাদ আসর জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল।
খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু বকর বিন আইয়ূবের পরিচালনায় ও সংগঠনটির জেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মো. সালাহ উদ্দিন, মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি এ্যাডভোকেট আজাদ হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ছাত্র বিষয়ক সম্পাদক ওমর ফারুক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
আলেচনা সভা শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় ও খেলাফত মজলিসের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।