স্পোর্টস ডেস্ক : অবশেষে স্বস্তি মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। চলতি আইপিএলে টানা আট ম্যাচ হারার পর অবশেষে জয়ের মুখ দেখেছে ক্রোড়পতি লিগের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি।
গত শনিবার আইপিএলের ‘সেকেন্ড বয়’ রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারিয়ে রোহিত শর্মা অ্যান্ড কোং খাতা খুলেছে। মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে সেলিব্রেশেনের সময় উঠে এসেছে একজনের নাম। তিনি কুমার কার্তিকেয়া।
মুম্বইয়ের জার্সিতে অভিষেক করেই ছাপ রেখেছেন কুমার। ৪ ওভার বল করে উত্তরপ্রদেশের স্পিনার দিয়েছেন ১৯ রান। তুলে নেন রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনের উইকেট। দলের মালকিন নীতা আম্বানি ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন কুমারকে। নীতা বলেন, “আপনি খুব ভাল খেলেছেন। এভাবেই তুমি এগিয়ে যাও।” কুমারের বোলিংয়ের জন্যই রাজস্থানকে ২০ ওভারে ১৫৮ রানে বেঁধে রাখতে পেরেছিল মুম্বই।
গত সপ্তাহে কুমারকে মুম্বই দলে নিয়েছিল। চোট পাওয়া মহম্মদ আরশাদ খানের জায়গায় আসেন ২৪ বছরের স্পিনার। উত্তরপ্রদেশের হয়ে কুমার ৯টি প্রথম শ্রেণির ম্য়াচ, ১৯টি লিস্ট এ ম্যাচ ও আটটি টি-২০ ম্য়াচ খেলেছেন। ৩৫, ১৮ ও ৯টি করে উইকেট নেন যথাক্রমে। মুম্বইয়ের নেট বোলিং দলের সদস্য ছিলেন কুমার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।