বিনোদন ডেস্ক : কবি রবীন্দ্রনাথ বলেছেন “বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি?” অনেক সময় দেখা যায় সম্পুর্ন নিঃসম্পর্কীয় অপরিচিত দুজন মানুষের চেহারায় আশ্চর্য মিল। সাধারণ ক্ষেত্রে এমন হলে কেউ এত পাত্তা দেন না। তবে যদি বলিউড অভিনেত্রী, প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাইয়ের সঙ্গে কারো চেহারায় মিল থাকে তাহলে সেটা নিয়ে হইচই পড়াটা অস্বাভাবিক কিছু নয়। এখন পর্যন্ত পৃথিবীতে মোট ৫ জন এইরকম নারীর খোঁজ পাওয়া গেছে যারা হুবহু ঐশ্বর্যর মতই দেখতে।
মানসী নায়েক
এশ্বর্যর মত দেখতে নারীদের প্রসঙ্গে মানসী নায়েক-এর কথা আসবেই । তিনি মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত একজন অভিনেত্রী। যুবতী ঐশ্বর্য রাইয়ের ছায়া রয়েছে মানসীর মধ্যে। ‘যোধা আকবর’ সিনেমায় এশ্বর্যর সাজের মতো নিজের বিয়েতে সেজেছিলেন মানসী। তখন থেকেই দর্শক তাঁর আর ঐশ্বর্য রাইয়ের আশ্চর্য মিল নিয়ে আলোচনা করছেন।
স্নেহা উল্লাল
সোশ্যাল মিডিয়ায় খোঁজ মিলল হুবহু ঐশ্বর্য রাইয়ের মতো দেখতে ৫ সুন্দরীর, তুমুল ভাইরাল ছবি
স্নেহা উল্লালকে হয়তো অনেকেরই মনে আছে। ২০০৫ সালে ‘লাকি’ সিনেমায় সলমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন স্নেহা। তার মুখের গঠন এমনই প্রথম ঝলকে মনে হয় ঐশ্বর্যর মত দেখতে। তবে অনেকদিন হয়ে গেছে তাঁকে বলিউডে তেমন একটা দেখা যায় না।
মহালঘা জাবেরী
ইরানের একজন জনপ্রিয় মডেল হলেন মহালঘা জাবেরী। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিয়মিত নিজের ছবি দেন। কিছুদিন আগে মহালঘা একটি মন্দিরের বাইরে তাঁর ছবি তুলে আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ছবিটি ভাইরাল হয়েছিল এবং সেখানে থেকেই ঐশ্বর্যর সঙ্গে তার তুলনা শুরু হয়েছে।
আমনা ইমরান
তাঁদের মধ্যে প্রথমজন পাকিস্তানের মেয়ে আমনা ইমরান। অনেকের দাবি তিনি নাকি একেবারে ঐশ্বর্যর মতই দেখতে। আমনা পেশার দিক থেকে চিকিৎসাক্ষেত্রের কর্মী। সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি দেওয়ার পর থেকেই তিনি ভাইরাল হয়ে ওঠেন।
অমুজ অমৃতা
অমুজ অমৃতাও অনেকটা এশ্বর্য রাই-এর মত দেখতে। ২০০০ সালে এশ্বর্যর সিনেমা ‘কান্দুকোন্ডাইন’-এর একটি লুকে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছিলেন তিনি। তখন থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।