খোঁজ মিলল সানি লিওনের গৃহপরিচারিকার মেয়ের

অভিনেত্রী সানি লিওন

বিনোদন ডেস্ক : খুঁজে পাওয়া যাচ্ছিল না বলিউড অভিনেত্রী সানি লিওনের গৃহপরিচারিকার মেয়ে আনুশকাকে। নিখোঁজের ২৪ ঘণ্টা পরে তাকে খুঁজে পেয়েছে পরিবার।

অভিনেত্রী সানি লিওন

গত ৮ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে সানি লিওন জানিয়েছিলেন, গৃহপরিচারিকার মেয়ে আনুশকার নিখোঁজের খবর।

ওই পোস্টে সানি আনুশকার ছবি প্রকাশ করে সমস্ত বিবরণসহ পোস্ট করেছিলেন। নয় বছরের আনুশকা মুম্বাইয়ের যোগেশ্বরী থেকে নিখোঁজ হয়েছিল।

এ ঘটনার এক দিন পর বৃহস্পতিবার (৯ নভেম্বর) আরেকটি পোস্ট করে অভিনেত্রী জানান আনুশকাকে পাওয়া গেছে।

ওই পোস্ট সানি লেখেন, ‘ঈশ্বর মহান, আমাদের প্রার্থনা কবুল করেছেন।’ তিনি যোগ করেন, ‘মুম্বাই পুলিশকে ধন্যবাদ। এ ছাড়া আমার পোস্টটি শেয়ার করার জন্য এবং খবরটি ভাইরাল করার জন্য আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ।’

৪৫ বছর আগেই ধরা পড়েছিল মহাজাগতিক সংকেত

এর আগে নয় বছরের আনুশকার খোঁজ পেতে সামাজিক মাধ্যমের দ্বারস্থ হয়েছিলেন সানি লিওন। সে সময় তিনি পুরস্কারও ঘোষণা করেন। জানিয়েছেন, ছোট্ট আনুশকার খোঁজ এনে দিতে পারলে মিলবে ৫০ হাজার রুপি পুরস্কার।