খোলা আকাশের নীচে দুর্দান্ত কায়দায় ড্যান্স দিয়ে ঝড় তুললো যুবতী

দুর্দান্ত কায়দায় ড্যান্স

বিনোদন ডেস্ক : বর্তমান যুগে ইন্টারনেট পরিষেবা এবং স্মার্টফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে। প্রায় সকলের কাছেই এখন মোবাইল ফোন দেখা যায়। প্রযুক্তির দুনিয়াতে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়া অ্যাপ এখন গোটা দুনিয়াতে জনপ্রিয়।

দুর্দান্ত কায়দায় ড্যান্স

এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে। অনেকেই বিভিন্ন নাচ গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে। আসলে ছোট থেকে প্রতিভা থাকলেও তা প্রদর্শন করার মঞ্চ পায় না অনেকেই। তবে সোশ্যাল মিডিয়া এখন মুশকিল আসান করেছে।

অনেকেই আজকাল শর্ট ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। বিশেষ করে টিকটকের সময় থেকে এই ট্রেন্ড চালু হলেও, বর্তমানে এটি খুব জনপ্রিয়। বছর আগে টিকটক অ্যাপ ব্যান হয়ে যাবার পর শর্ট ভিডিও বানানোর জনপ্রিয়তা দেখে বিভিন্ন নামিদামি সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি তাদের অ্যাপেই শর্ট ভিডিও বানানোর ফিচার এনে দিয়েছে। ফেসবুকের ক্ষেত্রে তার নাম শটস এবং ইনস্টাগ্রামে রিল বলে পরিচিত। মাঝে মাঝেই ইনস্টাগ্রামে বিভিন্ন রিল নেটিজেনদের পছন্দ হয়ে গেলে তা ভাইরাল হয়ে যায়।

বেশ কিছুদিন ধরে ইন্টারনেট দুনিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক বিমান সেবিকা যিনি বিভিন্ন রিল ভিডিও বানিয়ে ব্যাপক সকলের মন জয় করে নিয়েছেন। নিজের পেশাগত গন্ডির বাইরে বেরিয়ে একেবারে অন্য ভূমিকায় ধরা দিয়েছেন তিনি । ইতিমধ্যে তাঁর নাচের কারণে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়েছেন।

খোলা আকাশের নীচে দুর্দান্ত ড্যান্স দিলো সুন্দরী কন্যা, ভাইরাল ভিডিও

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে এই বিমান সেবিকা বাড়ির ছাদে খোলা আকাশের নিচে ছাম্মা ছাম্মা গানে ব্যাপক নাচ করেছেন। তাঁর পরনে ছিল বটল গ্রিন রঙের শর্ট স্কার্ট এবং কালো রঙের টি শার্ট। বর্ষার মরসুমে বাড়ির ছাদের উপরে এই গানে দুর্দান্ত নৃত্য পরিবেশন করেছেন তিনি। গানের তালে তার প্রত্যেকটি স্টেপ পছন্দ হয়েছে নেটিজেনদের।