খোলামেলা পোষাকে হট পোজ ক্যাটরিনার, বোল্ড আউট ভিকি!

ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্তদের পাগল করে দিয়েছেন ক্যাটরিনা কাইফ। সাদা বালিয়াড়িতে কালো রঙের সুইমস্যুট পরে সুপারহট পোজ দিয়েছেন ভিকি ঘরনি। হাই থাই স্লিটে যেন উপচে পড়ছে ভরা যৌবন,বক্ষের একাংশ উন্মুক্ত করে নেটপাড়ায় ঝড় তুলেছেন ক্যাটরিনা কাইফ। আইল্যান্ড থেকেই একের পর এক ছবি শেয়ার করছেন ক্যাটরিনা কাইফ। ছবি পোস্ট করা মাত্রই নিমেষে ভাইরাল হয়েছে।

ক্যাটরিনা

বলিউডের হট অ্যান্ড হ্যাপেনিং কাপল ভিকি-কৌশল এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। রাজকীয় বিয়ের রেশ খানিকটা কাটলেও তাদের বিবাহিত জীবন কেমন কাটছে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তবে বিয়ের কিছুদিনের মধ্যেই কাজে ফিরেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।যার ফলে ঠিক চুটিয়ে সংসারটা যেন হচ্ছে না ভিক্যাটের। এবার দুজনের সময় মিলতেই অজানা আইল্যান্ডে উড়ে গেলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বেড়াতে গিয়ে স্বামী ভিকির সঙ্গে আদুরে ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা।

৮৬ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে ঘটল এমন ঘটনা

যা নিমেষে ভাইরাল হয়েছে। ভিকির ঘাড়ে উঠে পড়ে আদুরে অন্তরঙ্গ ছবিতে পোজ দিয়েছেন ক্যাটরিনা। যা এখন নেটদুনিয়ার হটকেক।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্তদের পাগল করে দিয়েছেন ক্যাটরিনা কাইফ। সাদা বালিয়াড়িতে কালো রঙের সুইমস্যুট পরে সুপারহট পোজ দিয়েছেন ভিকি ঘরনি। হাই থাই স্লিটে যেন উপচে পড়ছে ভরা যৌবন,বক্ষের একাংশ উন্মুক্ত করে নেটপাড়ায় ঝড় তুলেছেন ক্যাটরিনা কাইফ। আইল্যান্ড থেকেই একের পর এক ছবি শেয়ার করছেন ক্যাটরিনা কাইফ। ছবি পোস্ট করা মাত্রই নিমেষে ভাইরাল হয়েছে।

বলিউডের হট হ্যাপেনিং জুটির প্রতিটা মুহূর্ত আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।নিজেদের সম্পর্ককে কোনওদিন প্রকাশ্যে আনতে চাননি ভিক্যাট জুটি। বরং চুপিসারে প্রেম করে ছাদনাতলায় পৌঁছেছেন এই জুটি। বয়সে ছোট ভিকিকে বিয়ে করে তিনি যে কতটা খুশি তা আর বলার অপেক্ষা রাখে না। তবে আদ্যোপান্ত পঞ্জাবি পরিবারে বিয়ে করে ক্যাটরিনা কতটা মানিয়ে নিতে পারবেন তা নিয়েও প্রশ্ন উঠেছিল। বিয়ের পর মাত্র কয়েক মাসেই পঞ্জাবি পরিবারের সমস্ত আদব কায়দা বেশ গুছিয়েই শিখে নিয়েছেন ভিকি ঘরনি।

বিয়ের পর পরই চৌঙ্কা চারধানা নীতি পালন করে সুজির হালুয়া বানিয়েছিলেন )। সেই ছবিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন। ক্যাটের হাতের প্রথম সুজির হালুয়া খেয়ে প্রশংসাও করেছিলেন ভিকি।

অবতরণের পর দুই ভাগ হয়ে গেল বিমান

এরপরও লোহরি উৎসব পালন করতে দেখা গিয়েছিল ভি-ক্যাট। বলিউডের হট অ্যান্ড হ্যাপেনিং কাপল ভিকি-কৌশল এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। রাজকীয় বিয়ের রেশ খানিকটা কাটলেও তাদের বিবাহিত জীবন কেমন কাটছে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। বিয়ের কিছুদিনের মধ্যেই কাজে ফিরেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তবুও কাজের ফাঁকে কোয়ালিটি টাইম কাটাতে এখন ব্যস্ত রয়েছেন বলিউডের হট অ্যান্ড হ্যাপেনিং কাপল ভিকি-কৌশল এবং ক্যাটরিনা কাইফ।