খোলামেলা ছবিতে রেকর্ড গড়লেন অনুপমা

অনুপমা

বিনোদন ডেস্ক : ওয়েব সিরিজ মানেই আজকে বোল্ড দৃশ্যের একেবারে ছড়াছড়ি। একাধিক সিনেমা এখন সেন্সর বোর্ডের নজরে পড়ে যায়, তাই এখন সিনেমায় বিতর্কিত দৃশ্য দেখা যায়না। তবে, ওয়েন সিরিজের ক্ষেত্রে এই বাঁধনটা নেই। এই ধরনের সিরিজে অনেক এমন দৃশ্য দেখানো যায়, যেগুলি হয়তো প্রকাশ্যে কোনো সিনেমায় দেখানো যায়না।

অনুপমা

এর মধ্যেই একটি বিতর্কিত হুইবি সিরিজের নাম ফর্জি কাকা। এই সিরিজে অভিনয় করেছেন অভিনেত্রী অনুপমা প্রকাশ। ২০২১ সালে রিলিজ হওয়া এই ওয়েব সিরিজে আপনি এমন কিছু দৃশ্য দেখতে পাবেন, যেগুলি হয়তো সিনেমায় ভাবেই যায়না। এই সব দৃশ্য আপনাকে একেবারে চমকে দেবে এবং ভারতীয় সিনেমার এবং ওয়েব সিরিজের একটি ধারার উন্মোচন করবে।

এই ওয়েব সিরিজে অনুপমা প্রকাশ বোল্ডনেসের সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছেন। এমন কিছু দৃশ্যে তাকে দেখা গেছে অনেক ঘনিষ্ঠ কিছু দৃশ্যে অভিনয় করতে। এই ওয়েব সিরিজের ট্রেলার রিলিজ হওয়ার সময় থেকেই এই সিরিজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। তারপর থেকে একাধিক জায়গায় এই সিরিজ বেশ ভালোভাবেই ব্যবসা করেছে। এই ওয়েব সিরিজে অনুপমা প্রকাশ লিড র করেছেন এবং এখানে তাকে দেখা গেছে একাধিক বোল্ড দৃশ্যে অভিনয় করতে।

YouTube video player

তবে শুধুমাত্র যে এই সিনেমার জন্য তাকে বোল্ড দৃশ্যে অভিনয় করতে হয়েছে তা কিন্তু না। তিনি আদতেও একজন লাস্যময়ী নারী। সোশাল মিডিয়ায় তার প্রোফাইলে এমন কিছু ছবি দেখা যায় যেখানে তাকে অত্যন্ত সাহসী লাগে। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ফলোয়ারের সংখ্যাও বেশ অনেক। তার এইসব বোল্ড ছবি দেখলে আপনার রাতের ঘুম উড়তে বাধ্য।

এই অভিনেত্রী মাঝে মধ্যেই নিজের সোশাল মিডিয়া প্রোফাইলে ভক্তদের জন্য এরকম কিছু ছবি দিতেই থাকেন। তার ভক্তরাও এই সমস্ত ছবি দেখে অত্যন্ত খুশি। সোশাল মিডিয়া প্রোফাইলে তার এইসব ছবি একেবারে ঝড় তুলে দেয়।