বিনোদন ডেস্ক : কয়েকমাস আগেও বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তার স্ত্রী আলিয়াকে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় ছিল। সময়ের ব্যবধানে এখন সেটা অনেকটাই স্তিমিত। তবুও মাঝেমধ্যে তারা নানা কারণে খবরের শিরোনামে উঠে আসেন। আবারও সেই একই ঘটনা ঘটল।
নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়া তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। সেভাবে উত্তর না দিলেও মাঝেমধ্যে মোটেই পাল্টা অভিযোগ বা জবাব দিতে ছাড়েননি অভিনেতাও। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি চলেছে। আলিয়া তো নওয়াজ এবং তার মায়ের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা করেন।
অন্যদিকে অভিনেতাও স্ত্রী আলিয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। ফলে গোটা বিষয়টা নিয়ে জল অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল। তার মধ্যেই আলিয়ার মুখে উল্টো সুর। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে অভিনেতা এবং তার পরিবারের কাছে ক্ষমা চাইলেন তিনি।
যদিও তারপরই আচমকা ইনস্টাগ্রামে থেকে উধাও হয়ে গেলেন আলিয়া। খুব সম্ভবত তিনি তার অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন।
আলিয়া তার চিঠিতে লেখেন, তিনি নওয়াজ এবং তার পরিবারের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নিতে চান। লেখেন, ‘নমস্কার নওয়াজ, এই চিঠি তোমার জন্য। আমাদের মধ্যে গত কয়েক মাসে যা যা হয়েছে আমি সেসব ভুলে জীবনে এগিয়ে যেতে চাই।’
‘আমি জানি, জীবন মানেই এগিয়ে যাওয়া। আমি এখন সেটাই করতে চাই। ঈশ্বরের প্রতি আমার আস্থা আছে। আমি তাই তোমার থেকে ক্ষমা চাই। তোমাকেও আমি ক্ষমা করে দিলাম। আমি জীবনের পথে এগিয়ে যেতে চাই। আমি শপথ নিলাম, অতীতে যে ভুল করেছি সেটা আর করব না। আমাদের সন্তানদের একটা সুস্থ, ভালো জীবন দেয়ার চেষ্টা করব। দ্বিতীয়বার আর এই ভুল করব না আমি। আমি বুঝেছি অতীতের জালে আটকা থাকা মানে চক্রব্যূহর মধ্যে বন্দি থাকা।’
আলিয়া আরও লেখেন, ‘আশা করি এতদিন যেমন সব কর্তব্য করে এসেছো বাবা হিসেবে, আগামীতেও সেটা পালন করবে। তুমি বাবা হিসেবে ভীষণই ভালো। আমি তোমার সঙ্গে যা যা করেছি সব আমাদের সন্তানদের জন্য করেছি। এখন ওরা ভালো আছে। ওদের মুখে হাসি দেখে আমি নিশ্চিন্ত হয়েছি। আমরা ভালো স্বামী-স্ত্রী না হলেও আশা করছি ভালো বাবা-মা হয়ে উঠতে পারব। এতদিন আমাদের মধ্যে যা হয়েছে সেটা ভুলে জীবনে এগোতে চাই। তুমি আমাযকে ক্ষমা করো।’
ভাবীর এমন পোস্ট দেখে রীতিমত চমকে গেছেন নওয়াজউদ্দিনের ভাই শামাশ সিদ্দিকি। তিনি এই পোস্টে লিখে ফেলেন, ‘তোমার প্রোফাইল কি হ্যাক হয়েছে?’ তার মতো অবাক হয়েছেন আরও অনেকেই।
আলিয়া নিজে এই পোস্ট লিখেছেন নাকি দেবর শামাশের কথা মতো কেউ তার প্রোফাইল হ্যাক করে এই কথা লিখেছেন, সেটার উত্তর অবশ্য পাওয়া যায়নি। তবে এই চিঠি লেখার পর থেকে যে আলিয়ার আর কোনো খোঁজ মিলছে না এটা স্পষ্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।