বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে এসেছিলেন কলকাতার নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ‘ছায়াবাজ’ শিরোনামের এই সিনেমায় তার নায়ক জায়েদ খান। এর নায়ক জায়েদ-সায়ন্তিকা ও প্রযোজক মনিরুল ইসলামের ত্রিমুখী পাল্টাপাল্টি বক্তব্যের কারণে ‘ছায়াবাজ’র শুটিং নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ইতিমধ্যেই সিনেমাটি থেকে বাদ দেওয়া হচ্ছে ওপার বাংলার এই নায়িকাকে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক মনিরুল ইসলাম।
এবার তিনি জানালেন, আগামী ১০-১২ দিনের মধ্যে ক্ষমা না চাইলে জায়েদ খানকেও এই সিনেমা থেকে বাদ দেওয়া হবে।
প্রযোজকের কথায়, ‘ছবিটি নিয়ে অনেক জলঘোলা হয়েছে। ছবিটি শেষ করতে পারব কিনা সেটা নিয়েও সংসয় তৈরি হয়েছে। তবে আমি আমার জায়গা থেকে সরছি না। আগামী ১০-১২ দিনের মধ্যে সায়ন্তিতা ও জায়েদ খান যদি নৃত্য পরিচালক মাইকেল বাবুর কাছে ক্ষমা না চায়, তাহলে অন্য চিন্তা করব। দরকার হলে তাদের বাদ দিয়ে অন্য নায়ক-নায়িকা নিয়ে শুটিং করব।’
‘ছায়াবাজ’ সিনেমার শুটিং শুরু হয়েছিল কক্সবাজারে। সেখানে ১০ দিনের মত শুটিং করা হয়েছে। আর সিনেমার জন্য এপর্যন্ত ২০ লাখ টাকার বেশি খরচ করেছেন প্রযোজক। এত টাকা খরচের পরও সিনেসার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন মনিরুল ইসলাম।
তিনি বলেন, ‘জীবনে অনেক টাকা লস হয়েছে। কিন্তু আমার কাছে মানসন্মানটাই বেশি বড়। মাইকেল বাবু হলেন আমাদের অবিভাবক। তাকে অপমান করা মানে আমাদের সবাইকে অপমান করা। এটা মেনে নেওয়ার মত না। যদি তারা ক্ষমা চান তাহলে নতুন করে আবার শুটিং করব। না হলে দেশের অন্য নায়ক নায়িকা নিয়ে কাজ করব।’
উল্লেখ্য, গত ৩০ আগস্ট ‘ছায়াবাজ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছিলেন টলিউড নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কথা ছিল ১২ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজারে শুটিং করার। কিন্তু এর আগেই বাঁধে হট্টগোল। নৃত্য পরিচালক মাইকেল বাবু অনাকাঙ্ক্ষিতভাবে তাকে স্পর্শ করেছেন বলে অভিযোগ করে কলকাতায় চলে যান নায়িকা। এটি পরিচালনায় করছেন তাজু কামরুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।