জুমবাংলা ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কারণে বাংলাদেশ আজ স্বাধীন সে ইতিহাস যাতে কেউ বিকৃত করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতা ফিরে পেতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা। গণতন্ত্রকে পরিপূর্ণ রুপ না দেয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।
তিনি বলেন, চরম ক্লান্তি কাল অতিক্রম করছে পুরো জাতি। এমন কোনো কথা বলা যাবে না, যাতে করে নিজেদের ক্ষতি হয়।
কমূমল্যে দুর্দান্ত ফিচার নিয়ে বাজার কাঁপাচ্ছে Lava Blaze Curve 5G স্মার্টফোন
রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, প্রতিটি মুহূর্ত সতর্কতার সাথে এগোতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।