স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজম পড়েছেন বিপদে। নিজের ছোট ভাই সাফির আজমকে পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারে অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু পিসিবি এটাকে ‘ক্ষমতার অপব্যবহার’ হিসেবে দেখছে এবং বাবর আজমকে এ ব্যাপারে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। নিজের ফেসবুক পেজে সেই অনুশীলনের ভিডিও পোস্ট করেই মূলতঃ ফেঁসে গেছেন বাবর।
বাবর আজমের ছোট ভাই ক্রিকেট খেললেও এখনও প্রথম শ্রেণি বা আন্তর্জাতিক ক্ষেত্রে সুযোগ পাননি। পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও নথিভুক্ত কোনো খেলোয়াড়ও হতে পারেননি। তাই লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারের কোনো সুযোগ-সুবিধাই ব্যবহার করার অধিকার তার নেই।
এই সেন্টারে অনুশীলন করতে পারবেন শুধু জাতীয় দল ও হাই পারফরম্যান্স ইউনিটের ক্রিকেটাররা। এমনকী প্রথম শ্রেণির ক্রিকেটাররও এই সেন্টারে অনুশীলন করতে পারেন না।
বার্তা সংস্থা পিটিআইকে পিসিবির একজন মুখপাত্র বলেছেন, ‘বাবর কিছুদিন আগে হাই পারফরম্যান্স সেন্টার তার ছোট ভাইকে নিয়ে আসেন। সেখানে তার ভাই নেটে ব্যাটিং অনুশীলন করেছেন, এটা পিসিবির দৃষ্টিতে পড়েছে। ব্যাপারটা নিয়ম বহির্ভূত।
হাজী মুহাম্মদ মহসিনের মতো দেশ পরিচালনা করছি আমরা : অর্থমন্ত্রী
পাকিস্তানের কোনো ক্রিকেটার এটি নিজে ব্যবহার করতে পারবেন ঠিকই, কিন্তু সেখানে তিনি তার নিজের বন্ধু-বান্ধব বা আত্মীয়কে আনতে পারবেন না। বাবরকে এ ব্যাপারে সাবধান করে দেওয়া হয়েছে। তিনি যেন এই ভুল ভবিষ্যতে না করেন।’
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel