বাঙালি অভিনেত্রী মুম্বাই পাড়ি জমিয়ে বলিউডেও নিজের শক্ত অবস্থান গড়েছেন মৌনি রায়। কয়েক দিন আগে হরিয়ানার কর্নালে পারফরম্যান্স করতে গিয়ে শারীরিক হেনস্তার শিকার হন। তাকে অশালীনভাবে স্পর্শ করে কয়েকজন ব্যক্তি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মৌনি রায়। কেবল তাই নয়, ভরা মঞ্চে ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন করেন এই অভিনেত্রী।

পরে পুরো ঘটনার ব্যাখ্যা দেন মৌনি। মূল বিষয় প্রকাশ্যে আসার পর বলিউডের অনেকে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। অভিনেত্রী ভূমি পেডনেকার বলেছেন—“তুমি ঠিক করেছো মৌনি।” অভিনেতা আয়ুষমান খুরানার স্ত্রী পরিচালক তাহিরা কাশ্যপও তাকে সমর্থন জানিয়েছেন। এবার মৌনির পাশে দাঁড়িয়ে ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ক্ষোভ উগড়ে দিলেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া পোস্টে শুভশ্রী গাঙ্গুলি বলেন, “কয়েক সপ্তাহ আগে আমরা নতুন বছর উদযাপন করেছি। আমরা ২০২৬ সালে পা রেখেছি। তাতে নতুন কিছুই হয়নি, এখনো নারীদের হেনস্তা করা হচ্ছে, ভোগ্যপণ্য হিসেবে ভাবা হচ্ছে। সমাজের ঠিক কোন স্তরে নারীরা বসবাস করেন, তাতে কিছু যায় আসে না। এই ব্যবহার ২০২৬ সালেও চলতে থাকবে। বিরক্তি ছাড়া আর কিছুই হয় না।”
ক্ষোভ প্রকাশ করে শুভশ্রী গাঙ্গুলি বলেন, “মৌনি তুমি যথেষ্ট শক্তিশালী নারী। তোমার দুঃসহ অভিজ্ঞতার কথা শুনে আমার রক্ত ক্ষোভে ফুটছে। তুমি সকল নারীর প্রতিনিধি হয়ে তোমার বিরুদ্ধে ঘটা অন্যায়ের প্রতিবাদে সুর চড়িয়েছো। আরো শক্তিশালী হও। ভালোবাসা।”
এর আগে অস্বস্তিকর পরিস্থিতির বর্ণনা দিয়ে মৌনি রায় বলেন, “অনুষ্ঠান শুরু হওয়ার পর আমি যখন মঞ্চের দিকে যাচ্ছিলাম, তখন আঙ্কেলরা ও তাদের পরিবারের সদস্যরা (সবাই পুরুষ) ছবি তোলার নাম করে আমার কোমরে হাত দিতে থাকে। আমি সঙ্গে সঙ্গেই আপত্তি জানিয়ে বলি, ‘আমি এটা পছন্দ করি না। স্যার, দয়া করে হাত সরান।”
মঞ্চে ওঠার পর পরিস্থিতি আরো খারাপ হয়। তা জানিয়ে মৌনি রায় বলেন, “মঞ্চে ওঠার পর আরো ভয়ংকর পরিস্থিতি হয়। দু’জন আঙ্কেল একেবারে সামনে দাঁড়িয়ে অশ্লীল মন্তব্য করছিল, অশালীন হাতের ইশারা দিচ্ছিল, নাম ধরে কটূক্তি করছিল। পরিস্থিতি বুঝে প্রথমে ভদ্রভাবে ইশারা করে বলেছিলাম, ‘এটা করবেন না।’ কিন্তু তখন তারা আমার দিকে গোলাপ ছুঁড়তে শুরু করে।”
পারফরম্যান্সের মাঝ পর্যায়ে মঞ্চ ছেড়ে নেমে আসার চেষ্টা করেন মৌনি। তার ভাষায়—“পারফরম্যান্সের মাঝখানে আমি মঞ্চের এক্সিটের দিকে হাঁটতে শুরু করি। কিন্তু সঙ্গে সঙ্গে ফিরে এসে পারফরম্যান্স শেষ করি। তারপরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আয়োজক বা অন্য কেউ সামনে থেকে ওই লোকগুলোকে সরানোর চেষ্টা করেনি।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’ সিনেমার ‘গলি গল’ গানে নেচে বেশ জনপ্রিয়তা লাভ করেন মৌনি। এরপর ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘ব্ল্যাকআউট’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন তিনি। মৌনি রায়কে সর্বশেষ দেখা যায় ‘সালাকার’ সিরিজে। থ্রিলার ঘরানার সিরিজটি পরিচালনা করেন ফারুক কবির। গত বছরের ৮ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে মুক্তি পায় এটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


