দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন টলিউড সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এই জুটির পরিণয় দেখতে মুখিয়ে ভক্ত-অনুরাগী থেকে পুরো ইন্ডাস্ট্রি। আর তাইতো যেকোনো অনুষ্ঠানে বিয়ে-সম্পর্কিত প্রশ্নের মুখোমুখি হন এই তারকাযুগল।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এক অনুরাগীর করা বিয়ের প্রশ্নে বেশ মজার ছলেই জবাব দেন রুক্মিণী। তিনি বলেন, যেদিন আমাদের সবাই এই প্রশ্ন করা বন্ধ করে দেবে, সেদিন আমরা হঠাৎ করেই সকলকে চমকে দেব। সবাই তখন খুবই আশ্চর্য হয়ে যাবে।
অন্যদিকে, এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি টলিউডের সালমান খান? অর্থাৎ ভাইজানের মতো তিনিও কি আজীবন ব্যাচেলর জীবন কাটানোর পরিকল্পনা করছেন?
জবাবে দেব বলেন, আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই বেশ ভালো আছি। যেখানে আছি, যার সঙ্গে আছি, বেশ ভালোই আছি। তবে এর মানে এই নয় যে, আমি আজীবন ব্যাচেলর লাইফ লিড করব।
বিয়ে সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। তবে আমি যে বিয়ে করতে চাই না, এমনটা নয়। অবশ্যই করব। বর্তমানে এ নিয়ে একটি গোপন পরিকল্পনা চলছে, খুব শিগগির সবাই সেই বিষয়ে জানতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



