খুব সহজে কাঁচা কলা দিয়ে বানিয়ে ফেলতে পারেন মচমচে চিপস

চিপস

লাইফস্টাইল ডেস্ক : খুব সহজে কাঁচা কলা দিয়ে বানিয়ে ফেলতে পারেন মচমচে চিপস। শিশুরা পছন্দ করবে মুখরোচক এই চিপস।

চিপস

জেনে নিন কীভাবে বানাবেন-

উপকরণ :

  • কাঁচা কলা- ৩টি
  • মরিচ গুঁড়া- আধা চা চামচ
  • ড্রাই ম্যাঙ্গো পাউডার- আধা চা চামচ
  • হলুদের গুঁড়া- আধা চা চামচ
  • লবণ- ১ চা চামচ
  • তেল- ভাজার জন্য

নির্লজ্জের চূড়ান্ত সীমা পৌছাল এই ওয়েব সিরিজ, একা দেখুন

প্রস্তুত প্রণালি : কলার খোসা ছাড়িয়ে গোল গোল ও পাতলা করে কেটে নিন। বেশ কিছুক্ষণ হলুদ-লবণ পানিতে ভিজিয়ে রাখুন টুকরাগুলো। একটি শুকনো কাপড়ে রেখে পুরোপুরিভাবে শুকিয়ে নিন পানি। একটি ছড়ানো পাত্রে কলার টুকরো রেখে হলুদ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, ড্রাই ম্যাঙ্গো পাউডার এবং ১ টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মেখে নিন। প্যানে তেল দিয়ে গরম করে মচমচে করে ভেজে তুলুন কলার চিপস।