জুমবাংলা ডেস্ক : কয়েকদিন ধরে শরীয়তপুরের জাজিরা উপজেলা সদরে দুপুর হলেই বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে খাবার খেতে চলে যাচ্ছে একটি হনুমান। ইতোমধ্যে খাবার খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয়রা জানায়, বেশ কয়েক দিন ধরে জাজিরার বিভিন্ন এলাকায় হনুমানটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। মাঝে মধ্যে হনুমানটিকে খাবার কিনে দিতেন কেউ কেউ। তবে কোথা থেকে হনুমানটি এসেছে সেটি এখনো অজানা।
গত শুক্রবার (১৫ ডিসেম্বর) টিঅ্যান্ডটি মোড়ে ক্ষুধার্ত অবস্থায় ঘোরাঘুরি করতে থাকে হনুমানটি। হঠাৎ সড়কের পাশে থাকা রুনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঢুকে পড়ে হনুমানটি। হনুমানটি খাবার টেবিলে বসে যায়, আকার ইঙ্গিতে খাবার চায়। পরে হোটেল কর্মচারী রুটি ও সবজির প্লেট দিলে খেতে শুরু করে হনুমানটি। পাঁচ মিনিট টেবিলে বসে পুরো খাবার শেষ করে চলে যায়। এরপর থেকে প্রায় হনুমানটি হোটেলে এসে খাবার খেয়ে বের হয়ে যায়।
হোটেল মালিক সামাদ বেপারী বিষয়টি নিশ্চিত করে বলেন, হনুমানটি কয়েকদিন ধরেই আমাদের এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সেদিন হঠাৎ করে আমার হোটেলে ঢুকে খাবার টেবিলে বসে পড়ে। আমি বুঝতে পেরেছিলাম হনুমানটি ক্ষুধার্ত। পরে আমার দোকানের কর্মচারীকে দিয়ে ভাত-সবজি খেতে দেই। খাবার শেষ করে আবার চলে যায় হনুমানটি।
জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর গণমাধ্যমকে বলেন, আমাদের অঞ্চলে আগে কখনো হনুমানের দেখা মেলেনি। হনুমানটি কোথা থেকে এসেছে, তা বুঝতে পারছি না। শুনেছি সে কারও কোনো ক্ষতি করছে না। আমরাও নজর রাখছি কেউ যাতে হনুমানের কোনো ক্ষতি করতে না পারে। আর চেষ্টা করব পৌরসভা থেকে হনুমানটির জন্য খাবার সরবরাহ করতে।
নজরকাড়া ডিজাইনের সঙ্গে দুর্ধর্ষ ফিচার নিয়ে বাজার কাঁপাচ্ছে এই স্মার্টফোন
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা সংবাদমাধ্যমকে বলেন, আমরা হনুমানটির বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। প্রাণিটির যেন লোকজনের ক্ষতি বা বিরক্তির কারণ না হয় সে বিষয়ে বনবিভাগের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।