খোলা আকাশের নীচে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী

দুর্দান্ত ড্যান্স

বিনোদন ডেস্ক : বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে।

দুর্দান্ত ড্যান্স

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

ভাদু লে লে লে পয়সা দু আনা | Michhrir Dana dance | কুমোর পাড়া যাইও ভাদু | | মিছরির দানা Dance.

এই মুহূর্তে মৌমিতা নিজের সাম্প্রতিক নাচের ভিডিওর সূত্র ধরে নেটজনতার একাংশের মাঝে প্রশংসিত হচ্ছেন। ভিডিওতে মৌমিতাকে ‘মিছরির দানা’র তালে খোলা আকাশের নীচে, প্রকৃতির মাঝে দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। জিৎ গাঙ্গুলীর সঙ্গীত পরিচালনায় শ্রেয়া ঘোষাল ও স্বয়ং জিৎ গাঙ্গুলীর কন্ঠেই এই গানটি জনপ্রিয় হয়েছিল দর্শকমহলে। সম্প্রতি সেই গানের তালেই গাঢ় সবুজ রঙের লেহেঙ্গায় দেখা মিলেছে তার। ভিডিওতে খোলা চুলে মানানসই সাজেই ছিলেন তিনি।

হুবহু মানুষের মত কথা বলে তাক লাগাল শালিক পাখি

নিজের এই নাচের ভিডিওটি মৌমিতা নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ৬ দিন আগে শেয়ার করে নিয়েছেন। এই মুহূর্তে তার সেই ভিডিওই পৌঁছে গিয়েছে ১৩ হাজারেরও বেশি মানুষের কাছে। তারাও অজস্র প্রশংসায় ভরিয়েছেন মৌমিতাকে। মৌমিতা যে একজন দক্ষ নৃত্যশিল্পী, তা অবশ্য আর আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। সম্প্রতি নিজের যে ভিডিওটির সূত্র ধরে চর্চায় মৌমিতা সেটি সকলের জন্য রইল আরো একবার, দেখে নিন।