খোলা আকাশের নীচে দুর্দান্ত ড্যান্স দিলো সুন্দরী কন্যা, ভাইরাল ভিডিও

মৌ সুন্দরী

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এখন যে কোনো বয়স থেকেই যে কেউ তার প্রতিভা দেখাতে পারে পৃথিবীর সামনে। প্রতিভার কোনো বয়স হয় না কথাটি সত্যি। গান, নাচ, আঁকা, আবৃত্তি কিংবা অভিনয় নিমেষের মধ্যেই আমাদের সামনে চলে আসে।

মৌ সুন্দরী

তবে সেই হিসাবে দেখলে মানুষের সব থেকে ভালোলাগার একটি জিনিস হলো নাচ। যেমন সম্প্রতি আবারো পূর্ব বর্ধমানের মেয়ে মৌ দারুন সুন্দর নৃত্য পরিবেশন করে ভাইরাল হয়ে উঠেছে। খোলা প্রকৃতির মাঝেই তার নাচ যেন এক আলাদা ভালোলাগা তৈরী করেছে মানুষের।

জনপ্রিয় বিয়ের গান ‘গোলাপি ডান্স’ গানে নাচ করেছে মৌ। তার পরনে দেখা গেল নীল ও পিঙ্ক রঙের শাড়ি ও সেই রঙেরই ব্লাউজ। সাথেই খুব সুন্দর সেজেছে মৌ। সম্পূর্ণ খোলা ক্ষেতের মাঝে এমন সুন্দর ও পরিণত নাচ যার মাধ্যমে সবাই মুগ্ধ হয়ে উঠেছে। নাচের সাথেই তার দারুন সাজ, বাঁধা চুল ও দুর্দান্ত এক্সপ্রেশন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ভিডিওতে।

Golapi Dance | গোলাপি Dance | Gaye Holud Dance | বিয়ের গান | Gaye Holud Er Gaan | Poddapuran .

তার নিজের ইউটিউব চ্যানেল ‘ডান্স স্টার মৌ’ থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে ৪ মাস আগে। এখনও পর্যন্ত ৬ লক্ষ ৪৩ হাজার ভিউস এসেছে। সাথেই প্রচুর লাইক ও নেটিজেনদের বিভিন্ন ধরণের কমেন্ট এসেছে মৌয়ের উদ্দেশ্যে। তবে মৌয়ের এই চ্যানেলে চোখ রাখলে আপনি আরও সুন্দর সুন্দর নাচের ভিডিও দেখতে পাবেন।