খোলা মাঠে দৃর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী, ভাইরাল ভিডিও

ড্যান্স

বিনোদন ডেস্ক : বেশ কয়েক বছর ধরে ট্রেন্ডিংয়ে থাকতে দেখা গেছে বিভিন্ন ধরনের আইটেম গানগুলির। কিন্তু ইদানিংকালে বিভিন্ন সিনেমায় দেখা যাচ্ছে লোকগানের ব্যবহার ফলত পুরনো মেঠো সুরে ভরা আমাদের বাংলার ঐতিহ্য ফের ফিরে আসছে নতুন করে।

ড্যান্স

আসলে সবুজের চাদরে মোড়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই বাংলার আনাচে কানাচে প্রচলিত রয়েছে পল্লীগীতি ও বাউল গান। মাটির টানে মিঠে সুরের সমন্বয়ে এক আলাদাই মাধুর্য ফুটে ওঠে গানগুলিতে। সম্প্রতি এইরকমই এক বাউল গানের তালে দুর্দান্ত নৃত্যকলা প্রদর্শন করে ভাইরাল হলেন এক যুবতী।

সোশ্যাল মিডিয়ার যুগে বর্তমানে প্রত্যেকেই নিজের শিল্পী সত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন। সম্প্রতি তেমনই শতরূপা চক্রবর্তী নামের এই যুবতী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গেছেন লাখো লাখো মানুষের কাছে।

ফেসবুকের অফিশিয়াল পেজ চিত্রায়নের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করে নেওয়া হয়েছে যেখানে শতরূপাকে অসাধারণ এক বাউল গানের তালে অসাধারণ ভঙ্গিমায় নাচ পরিবেশন করতে দেখা গেছে। “মন কোকিলা কুহু কুহু ডাকে রে” গানের তালে প্রকৃতির মাঝে নিজেকে মেলে ধরেছেন তিনি। গ্রাম্য সাজে ধরনীর কন‍্যা রূপেই ধরা দিয়ে নিজের দক্ষতা তুলে ধরেছেন।

ভোজপুরি গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললেন এই সুন্দরী

ইতিমধ্যে তার এই নাচ প্রশংসিত হয়েছে দর্শক মহলে‌। এই ভিডিও যে দর্শকদের বেশ মনে ধরেছে তা কমেন্ট বক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে। উত্তর চব্বিশ পরগনা নিবাসীর শতরূপার এই নাচ আপনার কেমন লাগলো তা অবশ্যই জানান নিচে কমেন্ট বক্সে।