খোলা মাঠের মধ্যে ‍দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো যুবক-যুবতী

বিনোদন ডেস্ক : বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে।

ড্যান্স

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

সম্প্রতি তেমনি এক যুবক-যুবতী নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। প্রশংসিত হয়েছেন অনেকের মধ্যে। আপাতত নিজেদের সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই নেটজনতার একাংশের মাঝে চর্চার আলোয় তারা।

Bondhu Tin Din Tor Barite Gelam 😍। বন্ধু তিন দিন। Dance Cover । Hridoy & Sonali । Fast click

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ‘ফার্স্ট ক্লিক’ নামের ইউটিউব চ্যানেল থেকে ৩ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছে। বর্তমানে যা পৌঁছে গিয়েছে ৮ লাখের কাছাকাছি মানুষের কাছে। মাসখানেক ধরেই তাদের এই ভিডিও চর্চায় রয়েছে নেটজনতার একাংশের মাঝে। সোশ্যাল মিডিয়ার অন্যতম হিট গান ‘বন্ধু তিনদিন’এর তালে ভিডিওতে দেখা মিলেছে তাদের।

সন্তানের কথা স্বীকার করলেও বিয়ের কথা অস্বীকার করলেন শাকিব ও বুবলী

খোলা আকাশের নীচে, গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে ভিডিও বানাতে দেখা গিয়েছে তাদের। বলাই বাহুল্য, ভিডিওটি বানানোর সময় দুজনেই ছিলেন মানানসই সাজে, তা অবশ্য ভিডিওতে চোখ রাখলেই স্পষ্ট হবে। সম্প্রতি তাদের এই ভাইরাল হওয়া ভিডিওটি সকলের জন্য রইল আরো একবার।