খোলা মঞ্চে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো গোরি নাগোরি

বিনোদন ডেস্ক : বর্তমানে বহু মানুষ টিভি ও সংবাদপত্র ছেড়ে মনোরঞ্জনের তাগিদে বেঁছে নিয়েছে সোশ্যাল মিডিয়াকে। আর আট থেকে আশি প্রত্যেকেরই হাতে স্মার্টফোন থাকায় দিনকে দিন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা বেড়েই চলেছে। সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে জনপ্রিয়তা অর্জন করতে কোনোরকম টাকা-পয়সা লাগে না।

গোরি নাগোরি

পর্যাপ্ত প্রতিভা থাকলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কেউই জনপ্রিয় হয়ে উঠতে পারে সমাজে। যেমনটা ঘটেছিল রানাঘাটের রানু মন্ডল ও বীরভূমের ভুবন বাদ্যকারের সাথে। প্রতিভার জেরে দুজনেই রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিচিতি অর্জন করেছিলেন।

সোশ্যাল মিডিয়ার একটি জনপ্রিয় টপিক হলো ভাইরাল ভিডিও। আর বহু নিজেদের অবসর সময়ে সোশ্যাল মিডিয়ায় ঘোরা বিভিন্ন ভাইরাল ভিডিওর মাধ্যমে নিজেদের সময় অতিবাহিত করেন। ভিডিওগুলি বেশ মজার হয় বলে প্রত্যেকেই এগুলো বেশ আনন্দের সহিত গ্রহণ করেন। সোশ্যাল মিডিয়ায় নানা সময় বিভিন্ন ধরনের নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি সেরকমই গোরি নাগোরির একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

Gori Nagori | गोरी नागोरी का सुपरहिट डांस वीडियो | बदली बदली लागे गाने पर सबसे Viral धमाल डांस 2022

বর্তমানে হরিয়ানভি প্রথম সারির নৃত্যশিল্পীদের মধ্যে অন্যতম নৃত্যশিল্পী হলেন গোরি নাগোরি। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চর্চা হয়। আর কিছুদিন পর পরই ভাইরাল হতে দেখা যায় তাঁর নিত্য নতুন নাচের ভিডিও। সেরকমই তাঁর একটি নাচের ভিডিও বর্তমানে তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওটি ‘রাবিয়া রানি ডান্সার’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল মাস দুয়েক আগে। তবে ভিডিওটি নতুন করে আবার চর্চায় উঠে এসেছে। ভিডিওটিতে গোরি নাগরিকে দেখা যাচ্ছে ‘লালা লালি লরি’র সুরের তালে মঞ্চ মাতাতে।

বিয়ে নিয়ে মুখ খুললেন স্বস্তিকা মুখার্জি

তাঁর পরনে রয়েছে একটি লাল রঙের সালোয়ার কামিজ। তার সাথে একটি হলুদ রঙের ওড়না। তাঁর নাচ দেখে রীতিমতো উচ্ছ্বসিত দর্শকেরা। যা ভিডিওটির ভিউজ ও বিভিন্ন ধরনের কমেন্ট দেখলেই প্রকাশ পায়। বর্তমানে প্রায় কয়েক হাজার ছাড়িয়েছে ভিডিওটির ভিউজ। ২ মাস আগে ভিডিওটি ইউটিউবে আপলোড হলেও বর্তমানে নেট-দুনিয়ার একাংশের কাছে ভিডিওটি চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। যদি ভিডিওটি এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন।