খোলা আকাশের নিচে তুমুল ড্যান্স দিয়ে ঝড় তুললেন সুন্দরী

তুমুল ড্যান্স

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়া বর্তমানে এমন এক মাধ্যম যা নানান সম্ভবনার পথ উন্মুক্ত করে দিচ্ছে। অজানাকে জানা, নতুন ভাবনার উন্মেষ, বা পরিচিতি লাভের পথ প্রশস্ত হয়েছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। বর্তমানে প্রায় নিত্যদিন আমরা কিছু না কিছু ঘটনার সাথে সাক্ষী হচ্ছি এই সোশ্যাল মিডিয়া মাধ্যমে।

তুমুল ড্যান্স

কিছু মানুষ নিজের সুপ্ত প্রতিভাকে তুলে ধরার জন্য এই প্লাটফর্ম বেছে নিয়েছে যা তাদের জীবনকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। নিজেদের প্রতিভা প্রদর্শন এর জন্য এই মঞ্চ বেছে নিয়েছেন যা তাদের পরিচিতি গড়ে তুলেছে।

মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিও ভাইরাল হয় যা মন ছুঁয়ে যায় সকলের। হাজার ভিড়ের মাঝে এক দুটো ভিডিও মুগ্ধ করে সকলকে। এইরকম অসামান্য নজরকাড়া ঘটনাগুলিই এক নিমেষে ভাইরাল হয়। এই যেমন সম্প্রতি একটি মেয়ের নাচ নজর কেড়েছে সকলের। বাঙালি কন্যাটির অসাধারন নাচ পৌঁছে গেছে লক্ষ লক্ষ মানুষের কাছে।

YouTube video player

ভিডিওটিতে দেখা যাচ্ছে টিপ টিপ বর্ষা পানি গান এর তালে নাচছেন এক যুবতী। গানের তালে মুখের এক্সপ্রেশন, অসাধারণ নৃত্য প্রদর্শনে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। যুবতীটির শৈল্পিক প্রতিভার যেকোনো বলিউড নামকরা শিল্পীদের চেয়ে কম নয়। নাচে রীতিমত দক্ষ সে তাইতো তার অসাধারণ নৃত্য নজর কেড়েছে।

মোটা হয়ে গিয়েছিলেন, মেদ ঝরিয়ে আবারও সাহসী ফটোশুটে শুভশ্রী

জানা গেছে মেয়েটির নাম শ্রীতমা বৈদ্য। ভিডিওটির প্রথম দৃশ্যে বাড়ির ছাদে নাচ করতে দেখা গেছে তাকে আর তারপর অপর দৃশ্যে দরজার সামনে নেচেছেন তিনি। অদূর ভবিষ্যতে যে তিনি একজন বড়ো মাপের নৃত্যশিল্পী হবেন তা বলায় যায়। ভিডিওটি তার নিজের ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করতেই ভাইরাল হয়েছে। বহু মানুষ তার নাচের প্রশংসা করেছেন।