বিনোদন ডেস্ক : পাওলি দামের চোখের জাদুতেই মাতোয়ারা অনুরাগীরা। এই অভিনেত্রীর বয়স যতই বাড়ুক না কেন, সৌন্দর্য কিন্তু কোনওভাবেই কম হয়নি। বরং পাওলির কাজল কালো চোখ দেখে হৃদস্পন্দন বাড়ে না, এমন ফ্যান বোধ হয় খুঁজে পাওয়া যাবে না। পাওলি দাম কখনও সুন্দর জামদানির সাজে ধরা দেন।
পাওলিকে দেখি, তিনি সব পোশাকেই সুন্দর। এই কথা অস্বীকার করার জায়গা নেই। একবার একটি শিমারি ড্রেসে হট লুক শেয়ার করেছিলেন পাওলি। আজও সেই লুক একইভাবেই জনপ্রিয়।
একটি অসাধারণ ড্রেস পরেছিলেন এই অভিনেত্রী। এমনিতেই তাঁর বোল্ড ব্যক্তিত্বের জন্য তিনি সব সময় চর্চায় থাকেন। এমনকী তাঁর অসাধারণ ড্রেসিংয়ের জন্যেও তাঁকে নিয়ে আলোচনা কম হয় না। হবে নাই বা কেন, যখন অভিনেত্রী নিজেই এরকম সুন্দর ড্রেসে ধরা দেন সবার সামনে।
এই ক্ষেত্রে পাওলি একটি শিমারি ড্রেস পরেছিলেন। আর এই ড্রেসের চমকে তাঁর সৌন্দর্য বেড়েছে কয়েক গুণ।
এই শিমার ড্রেসটি যে খুবই হট এবং বোল্ড, তা আর নতুন করে বলে দেওয়ার অপেক্ষা থাকে না। কিন্তু এই ড্রেসের সব থেকে বোল্ড বিষয়টি কী জানেন? এই ড্রেসের নেকলাইন। ডিপ প্লাঙ্গিং নেকলাইনের দিকে আপনার নজর যাবেই। আর অভিনেত্রীও দারুণভাবে এই নেকলাইন ও ড্রেসটি ক্যারি করেছেন।
দুর্দান্ত ম্যাচ করেছেন সম্পূর্ণ লুকটিই। তাই তাঁর এই আত্মবিশ্বাসের প্রশংসা না করে থাকা যায় না। আপনিও কি সহমত? কারণ এরকম বোল্ড ড্রেস পরার জন্য যথেষ্ট আত্মবিশ্বাস প্রয়োজন। সাহসী লুক তাহলেই সম্পূর্ণতা পায়।
Miakee-নামের একটি ক্লোদিং ব্র্যান্ড থেকে এই জাম্পস্যুটটি নিয়েছেন পাওলি দাম। এই সম্পূর্ণ জাম্পস্যুটটি থাই লেন্থের। বডি ফিট নয়। কিন্তু তাহলেও অভিনেত্রীর ফিগারকে সুন্দরভাবেই কমপ্লিমেন্ট দিয়েছে। প্লাঙ্গিং নেকলাইনের সঙ্গে ম্যাচ করেছে থ্রি কোয়ার্টার স্লিভ।
ড্রেসের সামনে রয়েছে ব়্যাপ আপ ডিটেলিং। এই ড্রেসটিতে বিশেষ চমক দেওয়ার জন্য গোল্ডের সিকুইন ওয়ার্ক করা হয়েছে। যা তাঁর এই ড্রেসে একটি ব্লিং এফেক্ট যোগ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।