উন্মুক্ত নাভিতে দুর্দান্ত বেলি ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী

বেলি ড্যান্স

বিনোদন ডেস্ক : কোন মেকআপ ছাড়াই কেবল নীল রঙের শর্ট টপ এবং আপ ডাউন স্কার্ট পরে নাচতে দেখা গিয়েছে ওই যুবতীকে। ভারতীয় সুন্দরী যুবতীদের মধ্যেও বেলি ডান্সের প্রতি টান দিন দিন বেড়েই চলেছে। সেই জন্যেই অনেক শিল্পী আছেন যারা এই বিশেষ ডান্স ফর্মকে আয়ত্ত করেছেন।

বেলি ড্যান্স

সম্প্রতি একটি ছোট্ট ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। সুন্দরী যুবতীর হিল্লোল শরীরে নাচের ভিডিওটি দেখে বহু পুরুষের রাতের ঘুম নষ্ট হয়েছে তো বটেই, অনেকের চোখ কপালেও উঠেছে।

আরবী এই ডান্স ফর্ম রিদম গানের সাথেই পারফর্ম করা যায়। সেই জন্যে দিপালী বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ‘মাইয়া মাইয়া’ গানে সাথে নাচের একটি ছোট্ট ভিডিও করে নিজের ক্লাসের ডিটেইল দিয়ে ইউটিউব শেয়ার করেছেন।

Mayya Mayya | Deepali Vashistha| Bellydance | Online Classes

যেখানে কোন মেকআপ ছাড়াই কেবল নীল রঙের শর্ট টপ এবং আপ ডাউন স্কার্ট পরে নাচ করতে দেখা যাচ্ছে তাকে। কোমরে রূপালী রঙের কোমর বন্ধনী আর খোলা চুলে নাচের ভিডিওটি দ্রুত গতিতে হচ্ছে ভাইরাল।

দেবী দুর্গার দশ রূপে মম

ভিডিওটি দিপালীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওতে দিপালী অসম্ভব সুন্দর বেলি ডান্স করে তাক লাগিয়ে দিয়েছেন নেটিজেনদের। নাচের ছোট্ট ভিডিওটি ইতিমধ্যেই প্রায় ৫০ হাজার নেটিজেন দেখে ফেলেছেন এবং তাদের মধ্যে ২ হাজার ৮০০ সোশ্যাল মিডিয়ায় ইউজার ভিডিওটি লাইক করেছেন। আসুন আপনারাও ভিডিও ক্লিপটি দেখুন এবং বেলি ডান্সের আনন্দ উপভোগ করুন।