বিনোদন ডেস্ক : মাত্র ১২ বছর বয়সে চিত্রনায়ক ওমর সানীর নায়িকা হিসেবে সিনেমায় পা রাখেন কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার একমাত্র মেয়ে রুমানা ইসলাম মুক্তি। শেখ নজরুল ইসলাম পরিচালিত ‘চাঁদের আলো’ সিনেমাটি মুক্তি পায় ১৯৯২ সালে। যা সে সময় ব্যাপক সাড়া ফেলে দর্শকমহলে।
যদিও মুক্তি অভিনীত প্রথম সিনেমা গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় তিনি অভিনয় করেন শিশুশিল্পী হিসেবে। এটি মুক্তির আগেই দর্শকদের মনে জায়গা করে নেন মুক্তি। আজ ১ ডিসেম্বর এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এদিনে অভিনেত্রী জানালেন, খুব শিগগিরই কাজে ফেরার কথা।
সিনেমায় ফেরা প্রসঙ্গে মুক্তি বলেন, ‘অনেক কাজ করতে হবে- এমন ইচ্ছা নেই। তবে আগামীতে কয়েকটি সিনেমায় আমাকে দেখা যাবে। এখনো দর্শকদের সঙ্গে দেখা হলে অনেকেই বলেন, আপনার ওই সিনেমাটা খুব ভালো ছিল। কেউ কেউ আবার আমার সিনেমার চরিত্রটিও মনে রেখেছেন। এটি দেখে মনে হয়, আসলে আরো বেশি কাজ করা উচিত ছিল। দর্শকের এই ভালোবাসার কোনো মূল্য হয় না। তাদের এই ভালোবাসা প্রতিদানও দিতে পারব না।’
তবে বাণিজ্যিক ঘরানার সিনেমায় কাজ করতে রাজি না এই নায়িকা। তার কথায়, ‘সিনেমার প্রস্তাব তো অনেক পাচ্ছি। ভালো সিনেমা হলে করব। তবে আমি আগেই বলেছি, আমি বাণিজ্যিক ঘরানায় যেতে চাই না। যদি অফ ট্র্যাকে ছবি হয়, ভালো ছবি হয়, তাহলে করব। কিন্তু আমি কমার্শিয়ালে যাব না। আমি আসলে বাণিজ্যিক সিনেমার জন্য উপযুক্ত নই।
খোলামেলা পোশাক পরতে হয়। যেটা প্রয়োজন। আমি বেশির ভাগই করেছি অফ ট্র্যাক টাইপের ছবি। যেমন “পদ্মা নদীর মাঝি”। এটাতে শিশুশিল্পী হিসেবে আমি অভিনয় করেছিলাম। এরপর “চাঁদের আলো” করলাম। এরপর হুমায়ুন আহমেদের “শ্রাবণ মেঘের দিন”। তারপর করলাম “হাছন রাজা”। এ ধরনের সামাজিক কাহিনী নির্ভর ছবিগুলোই আমার ভালো লাগে।’
বর্তমানে মা আনোয়ারা ও একমাত্র মেয়ে কারিমা ইসলাম দরদীকে নিয়েই দিন কাটাচ্ছেন রুমানা ইসলাম মুক্তির। অভিনয়ে না থাকলেও শোবিজের বিভিন্ন অনুষ্ঠানে দেখা মেলে তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।