খোলামেলা পোশাক পরেই কোটি কোটি টাকা আয়, উরফির মোট সম্পত্তির পরিমাণ

উরফি

বিনোদন ডেস্ক : ন,;গ্নতাই যেন উরফির সাফল্যের মূল মন্ত্র। উন্মুক্ত শরীর দেখিয়ে হামেশাই রাস্তায় বেরিয়ে পড়েন এই গসিপ কুইন। শুরুটা ‘বিগ বস’ দিয়ে হলেও বর্তমানে ফ্যাশন স্টেটমেন্ট দিয়েই বাজিমাত করছেন উরফি। পাপারাৎজিদের ফেবারিট এই তারকা বেশিরভাগ সময়ই নিজের সাহসী পোশাকের জন্যই শিরোনামে উঠে আসেন। কারণ সোশ্যাল মিডিয়ায় তার ছবির ডিম্যান্ড বলিউডের শীর্ষস্থানীয়া তারকাদের চেয়ে কম নয়।

উরফি

অবশ্য তাকে নিয়ে ট্রোলিংও কম হয়না। যদিও সেসবে থোড়াই পাত্তা দেন উরফি। এদিক দিয়ে তিনি দারুণ পেশাদার। উল্টে সমালোচকদের নাকের সামনেই নিত্য নতুন স্টাইলের অল্প পোশাকে ধরা দেন তিনি। চটের বস্তা, কাঁচ টুকরো, কালো প্লাস্টিক আবার কখনও বা ফুলের পাঁপড়ি— এসবই তার পোশাক। মানুষের হাসাহাসি, ট্রোলিং যেন আরো বেশি করে উপভোগ করেন অভিনেত্রী।

গতকালই ছিল এই চর্চিত অভিনেত্রীর জন্মদিন। সূত্রের খবর, এই বছরেই তিনি ২৪ বছরে পা রাখলেন। জন্মসূত্রে লখনৌয়ের মেয়ে হলেও এইমুহুর্তে পাকাপাকিভাবে মুম্বইতেই ঘাঁটি গেড়েছেন। আরব সাগরের তীরে মায়া নগরীতে রয়েছে নিজস্ব ফ্ল্যাট। বর্তমানে তিনি জিপ কম্পাস এসইউবির মালিক। যার বাজার মূল্য ২৫ লক্ষ টাকা। প্রসঙ্গত জানিয়ে রাখি, একটা সময় চুটিয়ে কাজ করছেন হিন্দি টেলিভিশনের পর্দায়।

সেই তালিকায় রয়েছে, ‘মেরি দুর্গা’, ‘সাত ফেরে কি হেরা ফেরি’, ‘বেপনহা’ ‘জিজি মা’,’ডায়েন’,’রিস্তা কেয়া কেহলাতা হে’, ‘কসৌটি জিন্দেগি কি’, ‘এ মেরে হামসাফর’, ‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’-র মত একাধিক জনপ্রিয় ধারাবাহিক। সূত্রের খবর, প্রতি এপিসোডের জন্য ২৫ থেকে ৩৫ হাজার টাকা চার্জ করে থাকেন উরফি। এখানে থেকেই মাস গেলে ৩০ লক্ষ টাকা ঢুকে যায় উরফির ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

অ্যাকশন মুডে দেখা যাবে শাকিব খানকে

মিডিয়া রিপোর্ট অনুযায়ী এইমুহুর্তে তিনি প্রায় ১৭২ কোটি টাকার মালিক।‌ তবে এতোগুলো ধারাবাহিকে কাজ করলেও কোনোটাতেই মূখ্য চরিত্র ছিলেননা তিনি। তাই প্রচারেও আসেননি বিশেষ। দর্শকমহলে তিনি পরিচিতি পেয়েছেন মূলত বিগ বস এর হাত ধরেই। এদিকে শোনা যায় তিনি নাকি দীর্ঘদিন ধরে পারস কালনাওয়াতের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে পরবর্তী সময়ে ব্যক্তিগত সমস্যার কারণে সেই সম্পর্কে ইতি টানেন তারা।