৫শ কোটি টাকা ব্যায়ে বৃহত ড্রেজার ও ক্রেন বোট তৈরীর করতে যাচ্ছে খুলনা শিপইয়ার্ড

ড্রেজার ও ক্রেন বোট

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ নৌ বাহিনী নিয়ন্ত্রিত দেশের সর্ববৃহত নৌ নির্মান প্রতিষ্ঠান, খুলনা শিপইয়ার্ড এবার অভ্যন্তরীণ নৌপথ উন্নয়ন ও রক্ষনাবেক্ষনে বড় মাপের ড্রেজার তৈরীর মাইল ফলক রচনা করতে যাচ্ছে। বিআইডব্লিউটিএ’র ‘৩৫ ড্রেজার নির্মান প্রকল্প’র অংশ হিসেবে দেশীয় তহবিলের প্রায় ৫শ কোটি টাকা ব্যায়ে খুলনা শিপইয়ার্ড ৪টি ২৪ ইঞ্চি কাটার সেকশন ড্রেজারের সাথে চারটি ক্রেনবোটও নির্মান করতে যাচ্ছে। ২০২৫ সালের জুনের মধ্যে সরবারহের লক্ষ্যে ইতোমধ্যে দুটি সরকারী প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিপত্র সম্পাদন শেষে আমেরিকার প্রতিষ্ঠিত ডিজাইন হাউজে ৪টি ড্রেজারের নকশা তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

ড্রেজার ও ক্রেন বোট

ক্রেনবোটগুলোর নকশা তৈরী হচ্চে দেশেরই ্কটি মেরিন ডিজাইন হাউজে। আগামী ডিসেম্বরের মধ্যে খুলনা শিপইয়ার্ডের স্লীপওয়ে এবং ফেব্রিকেশন সেড-এ এসব ড্রেজার ও ক্রেন বোটের নির্মান কাজ শুরু করার আশা করছেন ইয়ার্ড কতৃপক্ষ। ২০১০ সালে খুলনা শিপইয়ার্ড বিআইডব্লিউটিএ’র ৩০ বছরের পুরনো ২টি ড্রেজারের পূণর্বাশন কাজ অত্যন্ত সাফল্যজনকভাবে সম্পন্ন করেছিল।

আমেরিকার ‘কেটার পিলার’ ব্রান্ডের ১৮শ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন মূল ইঞ্জিন সমৃদ্ধ এসব ড্রেজার যেকোন নদ-নদীর ১৭ মিটার গভীর থেকে ঘন্টায় ১২শ ৫০ কিউবিক মিটার পলি দুই কিলোমিটার পর্যন্ত দুরত্বে অপসারনের সক্ষমতায় তৈরী করা হবে। ৩৪ মিটার দৈর্ঘ ও ৯ মিটার প্রস্থ প্রতিটি ড্রেজারে স্পেনের ‘সেলডিজেল’ ব্রান্ডের ৮শ কিলোওয়াটের পাওয়ার জেনারেটরও সংজোযন করা হবে। এসব ড্রেজারের খনন কার্যক্রম সহ জ¦ালানী ব্যায়ের বিষয়টি সম্পূর্ণ অন লাইনে বিআইডব্লিউটিএ’র সদর দপ্তরের নিয়ন্ত্রন কক্ষ থেকে সার্বক্ষনিক পর্যবেক্ষনের অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হবে।

‘বুয়েট’এর সার্বক্ষনিক তত্ববধান ও পরামর্শে এসব ড্রেজার ও ক্রেন বোট-এর নির্মান কাজ সম্পন্ন করার লক্ষ্যেও একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।
অপরদিকে ২০ মিটার দৈর্ঘ ও ৮ মিটার প্রস্থ ক্রেনবোট গুলোতে ৭শ অশ^ শক্তির সুইডেনের ‘স্ক্যানিয়া’ ব্রান্ডের ২টি করে মূল ইঞ্জিন ছাড়াও স্পেনের সেল’ ডিজেল ব্রান্ডের জেনারেটর সংযোজন করা হচ্ছে। প্রতিটি ক্রেনবোটে ৫টন উত্তোলণক্ষম ক্রেন সংেেজাযন করা হবে। বাংলাদেশের ডিজাইন হাউজ ‘এসএসটি মেরিন’এর নকশায় ক্রেন বোটগুলো তৈরীর লক্ষে সব প্রস্তুতি চুড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

তবে বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নানা সংকট কাটিয়ে মেশিনারী ও অক্সিলারী সরঞ্জাম আমদানীতে কিছুটা বিলম্ব ঘটলেও সংশোধিত সময়সূচীর মধ্যেই এসব ড্রেজার ও ক্রেন বোট সরবারহের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন খুলনা শিপইয়ার্ডের ব্যাবস্থাপনা পরিচালক কমোডর এম শামসুল আজিজ-এনজিপি, পিএসসি-বিএন। তারমতে, এসব ড্রেজার তৈরীর মাধ্যমে দেশের নৌ নির্মান শিল্প নতুন মাইল ফলকে পৌছবে।

বিআইডব্লিউটিএ’র বহরে এসব এসব ড্রেজার ও ক্রেন বোট সংযুক্ত হলে দেশের অভ্যন্তরীণ নৌপথের সংরক্ষন ও উন্নয়ন আরো সহজতর হবে বলে কতৃপক্ষ আশা করছেন।

প্রাথমিকে ৮ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে ডিপিই

এপ্রসঙ্গে প্রতিষ্ঠানটির জিএম-ডিজাইন এন্ড প্লানিং ক্যাপ্টেন আল আমীন চৌধুরী-বিএন জানান, পরিপূর্ণ মান নিয়ন্ত্রনের মাধ্যমে আমরা বিআইডব্লিউটিএ’কে এযাবতকালের শ্রেষ্ঠ ড্রেজার সরবারহ করতে চাচ্ছি। খুব শিঘ্্রই নকশা হাতে পাওয়া সহ মেশিনারী দেশে এসে পৌছার পরে ডিসেম্বরের মধ্যই ৪টি ড্রেজার চারটি ক্রেন বোটের নির্মান কাজ পুরোদমে শুরু হবে বলেও জানান তিনি।