বিনোদন ডেস্ক : খুলনার দাকোপ থেকে জবাই করা দুটি গর্ভবতী হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (১৬ জুলাই) সকালে উপজেলার সুতারখালী গ্রামের সিদ্দীক গাজীর বাড়ি থেকে এ হরিণ উদ্ধার করা হয়। সিদ্দিক গাজী ওই গ্রামের মৃত আফসার গাজীর ছেলে।
সুন্দরবনের খুলনা রেঞ্জের সুতারখালি ফরেস্ট স্টেশনের স্টেশন অফিসার শেখ আসাদুর জানান, তারা শুক্রবার রাতে বনের ভেতরে নিয়মিত টহল দেয়ার সময় সুতারখালি খালে একটি ফাঁকা নৌকা দেখতে পান।
রাতে ওই নৌকায় রক্তের দাগ দেখতে পান তারা। পরে নদীর চর থেকে মানুষের পায়ের ছাপ দেখে গ্রামের রাস্তায় এগিয়েও রক্ত দেখা যায়। তখন সন্দেহ হয় গ্রামের কেউ হয়তো বন থেকে হরিণ শিকার করেছে।
তিনি জানান, রাতে বন কর্মীরা ওই গ্রামে সোর্সের মাধ্যমে খোঁজ নিতে থাকেন। পরে নিশ্চিত হন যে সিদ্দিক গাজীর বাড়িতে জবাই করা হরিণ নেয়া হয়েছে।
সকালে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে জবাই করা দুটি হরিণ উদ্ধার করা হয়। দুটি হরিণই গর্ভবতী ছিলো। হরিণ দুটির ওজন প্রায় ৪০ কেজি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।