বাবার হাতে শারীরিক হেনস্থা, মুখ খুললেন অভিনেত্রী

KhushbuSundar

বিনোদন ডেস্ক : সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘কে হেমা রিপোর্ট’ যেখানে উল্লেখ করা হয়েছে ইন্ডাস্ট্রির সিংহভাগ মহিলাকর্মীরাই যৌ..ন হেনস্থার শিকার হন। এই আবহে মুখ খুললেন অভিনেত্রী রাজনীতিক খুশবু সুন্দর।

KhushbuSundar

মলয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে টালমাটাল পরিস্থিতি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘কে হেমা রিপোর্ট’ যেখানে উল্লেখ করা হয়েছে ইন্ডাস্ট্রির সিংহভাগ মহিলাকর্মীরাই যৌ..ন হেনস্থার শিকার হন। এমনকী নানা ধরনের অত্যাচারেরও সম্মুখীন হন তাঁরা। পরিস্থিতি খতিয়ে দেখে তদন্তের জন্য হস্তক্ষেপ করেছে কেরল সরকার। এই আবহেই এবার বিস্ফোরক অভিনেত্রী রাজনীতিক খুশবু সুন্দর। জানালেন নিজের ‘মি টু’ অভিজ্ঞতা।

২০১৭ সালে এক অভিনেত্রীর হেনস্থার শিকার হওয়া নিয়ে অভিযোগ দায়ের হতেই তৈরি হয় ‘কে হেমা কমিটি’। এই কমিটির, ২৩৫ পাতার সম্পূর্ণ তথ্য প্রকাশ্যে আনা হয়েছে গত সপ্তাহে। যার ছত্রে ছত্রে মহিলাকর্মীদের যৌ..ন হেনস্থা, শোষণ, নিপীড়ণের মুহূর্ত লিপিবদ্ধ। এই আবহে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন খুশবু সুন্দর, লেখেন, ‘কৃতজ্ঞতা জানাই সেইসব নারীদের যাঁরা নিজেদের পায়ে দাঁড়িয়ে বিজয়ী হয়েছেন।’

তিনি আরও লেখেন, ‘নির্যাতন, যৌ..ন সুবিধা চাওয়া, এবং আশা করা যে মহিলারা আপোস করবে তাঁদের কর্মজীবনকে ত্বরান্বিত করার জন্য তা প্রতিটি ক্ষেত্রে বিদ্যমান। কেন আশা করা হয় যে মহিলারাই এমন পরিস্থিতির সম্মুখীন হবে? যদিও পুরুষেরাও এমন পরিস্থিতির মুখে পড়েন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারাই এই ক্ষত বয়ে নিয়ে চলে।’ সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘কেন তুমি এরকম করলে?’ বা ‘কোন পরিস্থিতিতে এমন করতে বাধ্য হলে?’ এই ধরনের প্রশ্ন তাঁদের অন্দর থেকে ভেঙে দেয়।

কেন কোনও মহিলা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েও চুপ করে থাকেন অনেকদিন, তা নিয়ে প্রশ্ন করার আগে সেই মহিলার পরিস্থিতিটা একবার সকলের ভাবা উচিত, মন্তব্য খুশবু সুন্দরের। তাঁর কথায়, ‘প্রত্যেকের প্রকাশ্যে মুখ খোলার মতো সুবিধা থাকে না’।

খুশবু সুন্দর এদিন পোস্টে এও লেখেন যে তাঁকে অনেকেই জিজ্ঞেস করেন যে তিনি নিজের বাবার দ্বারা নির্যাতনের শিকার নিয়ে মুখ খুলতে এত দেরি করেছিলেন কেন? তিনি লিখছেন, ‘আমি মানছি, আমার আরও আগে মুখ খোলা উচিত ছিল। কিন্তু আমার সঙ্গে যা হয়েছিল, তা আমার কেরিয়ার গড়ে তোলার জন্য আপস করা নয়। আমাকে সেই মানুষটা শোষণ করেছিল যার হাত সবচেয়ে শক্ত করে আমাকে ধরার কথা ছিল যদি আমি কখনও পড়ে যাই।’

বন্যার পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসনা’

খুশবু সুন্দর, যিনি জাতীয় মহিলা কমিশনের অন্যতম সদস্য, গত বছর জানান যে নিজের বাবার হাতে তিনি যৌ..ন নির্যাতনের শিকার হয়েছিলেন মাত্র ৮ বছর বয়সে। ১৫ বছর বয়সে তিনি যখন নিজের বাবার বিরুদ্ধে মুখ খোলা শুরু করেন তখন তিনি গোটা পরিবারকে ছেড়ে চলে যান, এমনই জানিয়েছিলেন অভিনেত্রী-রাজনীতিক, একটি টাউন হলে।