খুশি মনে জেলে যাবেন ট্রাম্প

ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : খুশি মনে জেলে যেতে চান বলে জানালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নিজেকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা ভাবেন তিনি। তাই কথিত মামলায় যদি তাকে সাজা দেওয়া হয়, তাহলে তিনি খুশি মনে জেলে যাবেন।

ট্রাম্প

রিপাবলিকান পার্টি থেকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন ৭৭ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ৪টি গুরুত্বপূর্ণ মামলা চলছে। এসব মামলায় তাকে কারাগারে যেতে হতে পারে। তবে কারাবরণ করতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন ট্রাম্প। শনিবার তিনি নিজেকে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করেন।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে বিচারক মার্কিনের বিরুদ্ধে বাকধীনতা হরণের অভিযোগ করেন। তিনি বলেন, ‘যদি এই পক্ষপাতদুষ্ট বিচারক আমাকে উন্মুক্ত ও সুস্পষ্ট সত্য বলার জন্য কারাগারে পাঠাতে চান, আমি খুশি মনে আধুনিক যুগের নেলসন ম্যান্ডেলা হয়ে উঠব। এটা হবে আমার জন্য অনেক বড় সম্মানের।’

ডেবিট ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি? অনেকেই জানেন না

এর আগে গত বছরের আগস্টেও ট্রাম্প নিজেকে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমার নেলসন ম্যান্ডেলা হতেও কোনো আপত্তি নেই।’