বিনোদন ডেস্ক : মিশার সংসারে হঠাৎই ভাঙনের সুর শোনা গেল। সম্প্রতি মিশা সওদাগরকে তার স্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফোন করে বলেছেন, থাকো তোমার শুটিং নিয়ে, তোমাকে আর আসতে হবে না। সে আলাপনে শোনা যায় বেশকিছু কথা যা থেকে স্পষ্ট হয় মিশার ও ওপর তীব্র অভিমান করেছেন তার স্ত্রী মিতা।
ওই ফোনালাপে শোনা যায়, তোমার নাটক, সিনেমা, মডেলিং, ফটোশুট, ইলেকশন ওগুলো নিয়ে থাকো। তুমি আর এই দেশে ভুলেই আইসো না, আর আমিও যাবো না। আর ভাল্লাগতেছে না, খবর তুমি আর এই দেশে আসবা না।
লন্ডনে বেপরোয়া গাড়ির ধাক্কায় বাংলাদেশি নির্মাতার মৃত্যুলন্ডনে বেপরোয়া গাড়ির ধাক্কায় বাংলাদেশি নির্মাতার মৃত্যু
মিশা সওদাগরই তার স্ত্রীর এমন রেকর্ড শোনালেন। তিনি জানালেন, এইসব নাটক, সিনেমা, নির্বাচন নিয়ে থাকতে গিয়েই পরিবারেও ঝামেলা হয়। এটা তেমনই একটি ঝামেলা। তোমার ভাবি থাকে ডালাসে, আমাকে বলেছে গেলেও যেন নিউ ইয়র্ক যাই, সেখান থেকে ফেরত চলে আসি
এর কারণ হিসেবে মিশা বলছেন, আমি আসলে শুটিংয়ে থাকি, হয়তো ফোনে পায় না। ফলে এমন অভিমান তো করতেই পারে। আসলে আমি তো চলচ্চিত্রকে ভালোবেসে হয়তো দেশে থাকি। ফলে আমার পরিবারের সঙ্গে যোগাযোগ তো স্বাভাবিকভাবেই একটু সমস্যা হয়।
মিশা বলেন, আমার আসলে দুইটা পরিবার। চলচ্চিত্র নিয়ে যারা রয়েছেন, তারা সবাই মিলে আমার একটি পরিবার। আরেকটি পরিবার তোমাদের ভাবি ও আমার দুই বাচ্চা।
১০ বছরের প্রেমের সম্পর্ক, এরপর বিয়ে। ১৯৯৩ সালে বকশীবাজার কমিউনিটি সেন্টারে মিশা সওদাগর ও জোবায়দা রব্বানী মিতার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দেখতে দেখতে সেই বিয়ের বয়স পেরিয়েছে ৩০ বছর। মিশা মনে করেন, ‘মানুষের কাছে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার মা। আর একজন পুরুষের কাছে শ্রেষ্ঠ সম্পত্তি হচ্ছে স্ত্রী।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।