ছবিটি জুম করে দেখুন কি লুকিয়ে রয়েছে এই গাছের ডালে

পাখি

জুমবাংলা ডেস্ক : আজকাল অপ্টিক্যাল ইলিউশনের ছবিগুলি নেটপাড়ার লোকজনকে মোহিত করছে। বুঁদ করে রাখছে পাজ়ল সলভ করার খেলায়। ছবিতে রয়েছে এক, আর আপনি ভাবছেন এক। সঠিক উত্তরটা আবার আপনারই ব্যক্তিত্ব তুলে ধরছে।

পাখি

কখন আবার তুলে ধরছে আপনার জীবনের আলো আঁধারির দিকগুলো। আপনি যদি এমনই অপ্টিক্যাল ইলিউশনের ছবিগুলো ভালবাসেন, তাহলে আপনার জন্য আর একটি সারপ্রাইজ় রয়েছে। একটা গাছের মধ্যে লুকিয়ে রয়েছে অনেককটা প্রাণী। আপনাকে বের করতে হবে, কোন কোন প্রাণী রয়েছে। এই ছবিটাও ব্যাপক ভাইরাল হয়েছে।

আপাত দৃষ্টিতে এই ছবিটা দেখে আপনার মনে হতে পারে, সামান্য একটা গাছের ছবি। কিন্তু খুব ভাল করে যদি ছবিটা লক্ষ্য করেন, তাহলেই আপনার চোখে ধরা দেবে অন্য কিছু। গাছের প্রতি ডালে লুকিয়ে রয়েছে পাঁচটি প্রাণী। আপনি কি তাদের খুঁজে পাচ্ছেন?

পারলেন না, তাই তো? তাহলে চলুন আমরাই আপনাকে একটু সাহায্য করি। গাছের এই ছবিটা যদি আপনি একটু খুঁটিয়ে লক্ষ্য করেন, তাহলে দেখবেন গাছটির প্রতিটা ডালে তৈরি হয়েছে পাখির আকৃতি। আরও ভাল করে যদি ছবিটা দেখেন, তাহলে আপনার নজরে আসবে কিছু প্রাণীর চোখ।

পাখি

এই গাছটির আঁকাবাঁকা ডালগুলির মধ্যে পাখিগুলিকে এমন ভাবেই ছদ্মবেশ ধারণ করানো হয়েছে, যা দেখে অনেকেই অনেক কিছু ভাবতে পারেন। কিন্তু আসল জিনিসটা ধরা খুবই কষ্টকর। এই ছবিটিতে আসলে পাঁচটি পাখি ধরা দেবে আপনার চোখে।

সিগারেটের বাংলা অর্থ কী? অনেকেই বলতে পারেন না

এবার আসল ছবিটা দেখুন। পাঁচটা পাখি দেখতে পেলেন তো? এই অপ্টিক্যাল ইলিউশনটি আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন। দেখুন তাঁরা ছবির এই ধাঁধাটির উত্তর দিতে পারেন কী না।