বিনোদন ডেস্ক : বিয়ের কাজ শেষ হয়ে যাওয়ার পর বিদায়বেলায় নববধূ ও তার পরিবারের সদস্যদের চোখে জল, কখনো বা কান্নায় ভেঙে পড়া- এ তো ভারতীয় বিয়ের অনুষ্ঠানে বহুদিনের পরিচিত রীতি। বহু যুগ ধরেই কমবেশি সব বিয়েতেই এমন একটা ছবি সবারই চেনা। সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতেও এ দৃশ্যের কোনো বদল হয়নি। সম্প্রতি সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের অনুষ্ঠান থেকে ফাঁস হয়েছে এমনই কিছু অজানা কথা-
ভারতীয় গণমাধ্যম বলছে, সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে উপস্থিত এক অতিথিই কিয়ারার কান্নার কথা ফাঁস করেছেন। ওই অতিথি জানান, কিয়ারা তার পরিবারের সদস্যদের ভীষণই কাছের এবং আদরের। বিশেষ করে ভাই মিশালের সঙ্গে দিদি কিয়ারার সম্পর্ক ভীষণ বন্ধুত্বপূর্ণ। তাই বিদায়বেলায় আর আবেগ চেপে রাখতে পারেননি তিনি। শিশুর মতো হাউমাউ করে কাঁদতে শুরু করেন। কান্না চেপে রাখতে পারেননি ভাই মিশাল এবং অসহায়ভাবে কাঁদতে থাকেন তার মা। ঠিক সেই সময় স্ত্রীকে সামলে নেন সিদ্ধার্থ। ভালোবাসায় ভরিয়ে দেন কিয়ারাকে! পরিবারের সদস্যদেরও সিদ্ধার্থ আশ্বস্ত করেন, তিনি জামাই নন, তাদের ছেলে, তাদের পরিবারেরও অংশ। আর কিয়ারাকে তিনি আগলে রাখবেন।
গত ৭ ফেব্রুয়ারি জয়সলমিতে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের পর কিয়ারা সিদ্ধার্থের হাত ধরে তার দিল্লির বাড়িতে পৌঁছেন। সেখানে নববধূকে স্বাগত জানানো হয় ধুমধাম করে। গৃহপ্রবেশের সময় ঢোলের তালে নাচতেও দেখা যায় নবদম্পতিকে।
গতকাল ৯ ফেব্রুয়ারি দিল্লিতে আয়োজিত হয় তাদের রিসেপশন পার্টি। সেখানেও উপস্থিত ছিলেন তারকা দম্পতি সিদ্ধার্থ-কিয়ারা ও তাদের পরিবারের সদস্যরা। এরপর মুম্বাইয়েও ফিরে সেখানেও ঘটা করে রিসেপশনের আয়োজন করার কথা রয়েছে তাদের। আগামী সপ্তাহে মুম্বাইয়ের গ্র্যান্ড হোটেলে হতে চলেছে সেই অনুষ্ঠান।
সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা
কঠিন অসুখের পরও কীভাবে ১৪ ঘণ্টা শুটিং চালিয়ে যাচ্ছেন অনুমিতা?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।