বিনোদন ডেস্ক : কিয়ারা আডবাণীর সাথে সিদ্ধার্থ মালহোত্রার সম্পর্কের কথা অজানা নয় কারোরই। তারা প্রায়ই নিজেদের সম্পর্কের কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। পর্দাতেও তাদের রসায়ন নজরকাড়া। ‘শেরশাহ’ ছবিতে জুটিতে অভিনয়ের পর থেকেই সেই গুঞ্জন বেড়ে গিয়েছে আরো।
তবে এবার কিয়ারা আডবাণীর সাথে নয় বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী নোরা ফাতেহির সাথে তার রসায়ন নজর টেনেছে দর্শকদের। আপাতত সেই সূত্র ধরেই মিডিয়ার পাশাপাশি সিনেমাপ্রেমীদের মাঝে চর্চায় এই অনস্ক্রিন তারকা জুটি।
সম্প্রতি ইন্দ্র কুমার পরিচালিত ‘থ্যাঙ্ক গড’এর ট্রেলার মুক্তি পেয়েছে। ২ দিনের মধ্যেই যা ৩ কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন। সিদ্ধার্থের এক্সিডেন্ট দিয়েই শুরু হয় ট্রেলার। এরপরই জমলোকে দেখা মেলে অভিনেতার। সেখানেই শুরু জীবনের খেলা। এই ট্রেলারেই কয়েক সেকেন্ডের জন্য হলেও নোরার সাথে সিদ্ধার্থর জুটি নজর টেনেছে। আর তারপর থেকেই বলিউডের এই নতুন অনস্ক্রিন জুটিকে নিয়ে রীতিমতো তুমুল চর্চা চলছে।
আসন্ন এই ছবিতে সিদ্ধার্থের স্ত্রীয়ের ভূমিকায় রাকুল প্রীতকে দেখা যাবে। ছবির চরিত্র অনুযায়ী তিনি পুলিশের ভূমিকায় অভিনয় করবেন ছবিতে। পাশাপাশি অজয় দেবগনকে এই ছবিতে চিত্রগুপ্তের ভূমিকায় দেখা যাবে।
একটু অন্য স্বাদের ছবিই জে নিজের দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করছেন ইন্দ্র কুমার তা স্পষ্ট। এই দীপাবলীতেই মুক্তি পেতে চলেছে ‘থ্যাঙ্ক গড’। ২০২২’এর ২৫’শে অক্টোবর থেকেই প্রেক্ষাগৃহে দেখা যাবে এই ছবি। ছবির ট্রেলার দৃষ্টি আকর্ষণ করলেও গোটা ছবিটি ঠিক কতটা দর্শকদের নজর কাড়তে চলেছে সেটা দেখার অপেক্ষাতেই রয়েছেন সকলে।
উল্লেখ্য ছবির পোস্টার মুক্তির পর থেকেই বোঝা গিয়েছিল অক্ষয় কুমারের ‘রাম সেতু’র এই দীপাবলীতে ‘থ্যাঙ্ক গড’এর এক জোরদার টক্কর হতে চলেছে। শোনা যাচ্ছে, এই দীপাবলীতেই মুক্তি পেতে পারে অক্ষয় কুমারের ‘রাম সেতু’।
তবে বক্সেঅফিসে এই টক্কর যে দুটি ছবির জন্যই খুব একটা ভালো হবে না, তা বলাই বাহুল্য। অবশ্য এই কথা মানছেন সকলেই। কারণ এই বছরই ‘রানওয়ে ৩৪’এর মতো ফ্লপ ছবি দর্শকদের উপহার দিয়েছেন অজয় দেবগন।
ভরা মঞ্চে ক্যাটরিনার গোপন যায়গায় ভিকি কৌশলের হাত দেবার চেষ্টা, তুমুল ভাইরাল ভিডিও
পাশাপাশি অক্ষয় কুমার তো একাধিক ফ্লপ ছবিতে অভিনয় করে হ্যাটট্রিক করে ফেলেছেন। তার সাম্প্রতিক ছবি ‘রাখি বন্ধন’ও খুব একটা সারা ফেলতে পারেনি দর্শকমহলে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে থ্যাঙ্ক গড ও রাম সেতু র মধ্যে যদি টক্কর হয় তাহলে টা যে দু পক্ষের জন্যই ক্ষতিকর হবে টা বলার অপেক্ষা রাখছে না। এবার শুধু সময়ের অপেক্ষা।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.