হঠাৎ বদলে গেল কিয়ারার বিয়ের তারিখ

বিনোদন ডেস্ক : বলিপাড়ার জুটি সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আদভানি বিয়ের আসর বসেছে জয়সলমেরে। কাউন্টডাউন শুরু। হাতে আর মাত্র একদিন।

কথা ছিল, আগামী ৬ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন তারা। জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে অতিথিদের আনাগোনা। মলহোত্র এবং কিয়ারা আদভানির বিয়েতে যোগ দিতে মুম্বাই থেকে রাজস্থান এসে পৌঁছেছেন কর্ণ জোহর, শাহিদ কপূরের মতো তারকারা। কিন্তু তারিখ বদল হয়েছে সিড-কিয়ারার বিয়ের।

সোমবার নয় সিড-কিয়ারা বিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর রবিবার সন্ধ্যায় সূর্যগড় প্রাসাদে হবে মেহেদী অনুষ্ঠান। আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবের সঙ্গে ব্যক্তিগত পরিসরেই সাত পাকে বাঁধা পড়তে চান সিড-কিয়ারা। বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা ১০০ জন। এ ক্ষেত্রে ভিকি-ক্যাটরিনার পন্থাই গ্রহণ করেছেন তারা।

বলিউডের যেসব তারকাদের প্রথম ছবি মুক্তিই পায়নি