জুমবাংলা ডেস্ক : ঢাকার কেরাণীগঞ্জ এলাকা থেকে অপহৃত ৪ বছরের শিশুকে চকবাজার থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিল্লাল হোসেন (২২) তার মামাত বোন ভিকটিম নুনিয়া ইসলামকে (৪) চকলেট কিনে দেওয়ার কথা বলে বাহিরে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে দেয়। পরে বিল্লাল পূর্বপরিকল্পিতভাবে মুক্তিপণ আদায়ের উদ্দেশে নুনিয়াকে প্রথমে জিঞ্জিরা ফেরিঘাটে নিয়ে যায়। এরপর সে তার অপর দুই সহযোগী সাগর ও জুয়েলকে খবর দেয়। পরবর্তীতে সাগর এসে তাদের পূর্বপরিকল্পনা মোতাবেক নুনিয়ার বাবা মো. দেলোয়ার হোসেনকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্বেই সংগৃহীত রাস্তায় কুড়িয়ে পাওয়া একটি সিম ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে তার মেয়েকে অপহরণের বিষয়টি জানায় এবং তাকে জীবিত ফেরত পাওয়ার জন্য ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
তিনি আরো জানান, অপহৃত শিশুর বাবা অপরহণকারীদের দাবীকৃত টাকা সংগ্রহ করতে না পেরে নিরুপায় হয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর র্যাব অপহৃত ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের লক্ষে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এনায়েত কবীর সোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে র্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার চকবাজার থানাধীন সোয়ারীঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে ঢাকার কেরানীগঞ্জ হতে অপহৃত ভিকটিম নুনিয়া ইসলামকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করে। আটকরা হলেন, মো. বিল্লাল হোসেন (২২), মো. সাগর (২২) ও মো. জুয়েল (২২)। এসময় তাদের নিকট হতে অপহরণ কাজে ব্যবহৃত সিম ও মোবাইলসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অপহরণের ঘটনার তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel