জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে ছাত্রদল নেতা ও আওয়ামী লীগ নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয়ের আরো সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে।
গত ২২ অক্টোবর চট্টগ্রাম জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়। তবে বিষয়টি জানাজানি হয় আজ শুক্রবার (১ নভেম্বর)।
মামলায় অভিযুক্তরা হলেন- হাটহাজারী থানার পশ্চিম ছড়ারকুল এলাকার আব্দুর রহমানের ছেলে দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও ছড়ারকুল ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হালিম, পাহাড়তলী ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ মুন্না, দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি তুহিন এবং পুলের গোড়া শেখ রাসেল ক্লাবের সদস্য জুবায়ের।
জানা গেছে, ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মোহাম্মদ মিয়া। জমির সীমানা প্রাচীরের কাজ করার সময় তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্তরা। চাঁদা না পেয়ে তারা মোহাম্মদ মিয়াকে অপহরণ করেন এবং পরবর্তীতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৯৯ হাজার ৫০০ টাকা আদায় করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী ফখরুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ব্যবসায়ী মোহাম্মদ মিয়াকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছেন আদালত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।