নতুন ফন্দিতে শিশু অপহরণ, চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব

জুমবাংলা ডেস্ক : ঘুরে ঘুরে ট্রেন দেখানোর প্রলোভনে শিশু অপহরণ করতো চক্রটি। এপর দাবি করতো মুক্তিপণ। নতুন এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। চট্টগ্রামের সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ৪ বছরের শিশু সালমানসহ তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব

মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে গণমাধ্যমকে এসব কথা জানান সংস্থাটির মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার মঈন বলেন, কামরাঙ্গীর চর এলাকায় শিশু সালমানকে অপহরণ করতে ৩ মাস ধরে পরিকল্পনা করে চক্রটি। পরিকল্পনার অংশ হিসেবে সালমানের বাসার পাশে বাসা ভাড়া নেয় আলামীন নামে একজন। নানাভাবে ওই শিশুর সঙ্গে সক্ষতা গড়ে তোলে আলামীন।

পরে ট্রেন দেখানোর প্রলোভন দেখিয়ে চক্রের প্রধান আবির ও আলামীন শিশুটিকে অপহরণ করে। পরে তাকে ট্রেনে চট্টগ্রাম নিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী যাতে তাদের খুঁজে না পেয়ে সে জন্য ট্রেনে ভ্রমণের মাধ্যমে ভুক্তভোগী পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি।

রেসিপি: সজিনা পাতার ভর্তা

চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে বলেও জানান খন্দকার মঈন।