প্রেমিকাকে হয়রানি করায় ঊর্ধ্বতন সরকারি অফিসারের সাথে যা করলেন কেরানি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে দিল্লিতে অনিশ নামের একজন সরকারি কেরানি তার প্রেমিকাকে হয়রানির দায়ে মহেশ নামের অন্য সরকারি ঊর্ধ্বতন কর্মীকে হত্যা করেছে। হত্যার পর মরদেহটিকে তার কোয়ার্টারের কাছে কবর দিয়েছে এবং সেই কবরের উপর সিমেন্ট ঢালাই করেছে। অভিযুক্ত অনিশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অনিশ তার অপরাধ স্বীকার করেছে এবং তার সম্পূর্ণ ঘটনার বর্ণনা করেছে। অনিশ বলেছেন, মহেশ সার্ভে অফ ইন্ডিয়া ডিফেন্স অফিসার কমপ্লেক্সের ঊর্ধ্বতন কর্মী। অনিশের কাছ থেকে ৯ লাখ রুপি ধার নিয়ে তা ফেরত দিচ্ছিলেন না মহেশ। শুধু তাই নয় তার প্রেমিকাকেও হয়রানি করেছে মহেশ।

গত ২৮ আগস্ট অনিশ মহেশকে হত্যা করার জন্য ছুটি নিয়ে প্রস্তুত হয়। তিনি লাজপত নগর এবং সাউথ এক্সটেনশন মার্কেট ঘুরে হত্যাকাণ্ডের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছিলেন। এর মধ্যে ছিল ছয় ফুট দীর্ঘ পলিথিনও।

অনিশ তখন মহেশকে আসতে বলে। দুপুর নাগাদ মহেশ আরকে পুরম সেক্টর ২-এ অনিশের সরকারি বাসভবনে পৌঁছান। সেখানে অনিশ মহেশের মাথায় মারাত্মক আঘাত করার জন্য পাইপ ব্যবহার করে।

হত্যার পর অনিশ নিজের বাড়িতে পালিয়ে যায়। পরদিন ফিরে এসে প্রায় দেড় ফুট গভীর গর্ত খুঁড়ে লাশ পুঁতে দেয়। পরে তিনি গর্ত ঢাকতে সিমেন্ট ব্যবহার করেন।

মহেশের ভাই তার কাছে পৌঁছাতে না পারায় অভিযোগ দায়ের করেন। গত ২ সেপ্টেম্বর পুলিশ লাশটি উদ্ধার করে।