আন্তর্জাতিক ডেস্ক: আবারও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সম্ভবত উত্তর কোরিয়ার সমরশক্তির প্রদর্শনই ছিল ভিডিওটি নির্মাণের উদ্দেশ্য। তবে এতে কিম জং উনের স্টাইল বেশ নজর কেড়েছে। লেদার জ্যাকেট ও কালো গ্লাসে হাজির হয়েছেন কিম। ভিডিওটিতে স্পেশাল এফেক্ট ও নাটকীয় সঙ্গীত ব্যবহার করা হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবদনে, রসিকতা করে ভিডিওটির সঙ্গে হলিউডের অ্যাকশন ছবির তুলনা করা হয়েছে। কেউ কেউ ভিডিওটির সঙ্গে টম ক্রুজের টপ গান ছবির ক্লিপের তুলনা করেছেন। এরইমধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।
উত্তর কোরিয়া দাবি করেছে, এটি এযাবৎকালের সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের (আইসিএমবি) সফল পরীক্ষা। রাষ্ট্রীয় টিভি চ্যানেলে এ বিষয়ে খবর প্রচারিত হয়েছে।
আইসিএমবি মূলত দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র। এটি উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এর পরীক্ষা উত্তর কোরিয়ার জন্য নিষিদ্ধ। অতীতে এই ধরনের পরীক্ষার জন্য তাদের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।