আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়াকে কঠিন হুমকি দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। তিনি উত্তর কোরিয়ায় হামলা চালানোর সক্ষমতা নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর আক্রমণাত্মক মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, “দক্ষিণ কোরিয়া পূর্বনির্ধারিত স্ট্রাইকের মতো কোনো ‘বিপজ্জনক সামরিক পদক্ষেপ’ নিলে সিউলের একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়া হবে।” খবর রয়টার্সের।
আজ রবিবার তিনি এ হুঁশিয়ারি দেন। যদিও দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু বলতে কী বুঝানো হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে রয়টার্স আরও জানিয়েছে- এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেছেন, ‘দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্য আন্তঃকোরীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে এবং সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।’
শেষ মুহূর্তে ইমরান খানকে সসম্মানে রক্ষা করলেন যিনি
উল্লেখ্য, গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুহ উক বলেন- “তাদের সেনাবাহিনীর কাছে ‘উল্লেখযোগ্যভাবে উন্নত’ নানা ধরনের ক্ষেপণাস্ত্র আছে, যা উত্তর কোরিয়ার যেকোনো লক্ষ্যবস্তুতে দ্রুত এবং নির্ভুলভাবে আঘাত হানতে পারবে।” এ নিয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কোনো মন্তব্য পাওয়া না গেলেও, তার বোন নিরবতা ভেঙেই উল্টো সিউলকে হুঁশিয়ারি দিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।