আন্তর্জাতিক ডেস্ক: সাপটি ১৩ ফুট লম্বা। পামওয়েল বাগানে লুকিয়ে ছিল। গত ৮ মে এক শিকারি এটি ধরে ফেলেন। ভারতের অন্ধ্র প্রদেশের কিং কোবরা সাপটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, দক্ষ সাপ শিকারি ব্যক্তিটি অত্যন্ত বিপজ্জনক সাপটিকে উচু করে ধরে আছেন।
ডিডি নিউজ অন্ধ্র এই সংবাদটি প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। এরপরই এই ছবিটি ভাইরাল বনে যায়।
নিউজ চ্যানেলটি টুইটারে ছবিটি পোস্ট করে জানায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় কৃষক সাইদারাও পাশেই সাপটিকে দেখতে পান। পরে তিনি সাপ শিকারি ভেনকাতেশকে ফোনে খবর দেন। তিনি স্থানীয় ওয়াইল্ডলাইফ সোসাইটির সদস্য। ভেনকাতেশ ওই বাগানে গিয়ে সাপটিকে উদ্ধার করে ভেন্টলামামিদি বন এলাকায় সাপটিকে অবমুক্ত করে দেন। সূত্র: জিনিউজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।