লাইফস্টাইল ডেস্ক : নানা প্রশ্ন আর রহস্যের জন্ম দেয় হৃদয়ের রাজা ‘কিং অব হার্টস’ এর কার্ড। এ কার্ড কখনও কি দেখেছেন? দেখলেই ‘কিং অব হার্টস’-কে নিয়ে প্রশ্ন তৈরি হবে আপনার। কারণ অন্য রাজার চেয়ে এ রাজার কার্ডে রয়েছে আলাদা বৈশিষ্ট্য।
বিশ্বব্যাপী জনপ্রিয় একটি খেলা হলো তাস বা কার্ড। যারা হলিউডের জেমস বন্ড সিনেমা প্রেমী তাদের কাছে এ খেলা আরও বেশি জনপ্রিয়। এছাড়া যারা গণিত, পরিসংখ্যান কিংবা অর্থনীতির স্টুডেন্ট তারা জানেন, প্রায়ই তাদের অংক মেলাতে হয় নানা রঙের তাসের কঠিন প্রশ্নের।
যারা এ খেলা পারেন না কিংবা জেমস বন্ড সিনেমা প্রেমী নন অথবা গণিত, পরিসংখ্যান, অর্থনীতিরও স্টুডেন্ট নন তারা হয়তো জানেন না ‘কিং অব হার্টস’-র রহস্য সম্পর্কে।
তারা জেনে নিন, একটি পুরো বাক্সে ৫২ টি কার্ড থাকে। যার মধ্যে রাজা থাকেন চার জন। এরা হলেন ‘কিং অব স্পেডস’, ‘কিং অব ক্লাবস’ ‘কিং অব ডায়মন্ডস’ এবং ‘কিং অব হার্টস’।
ধারণা করা হয়, এই চার রাজা প্রাচীনকালের চার মহান রাজাকে প্রতিনিধিত্ব করে। যেমন কিং অব স্পেডস-এর ছবিটি ইসরায়েলের রাজা ডেভিডের। কিং অব ক্লাবস-এর ছবিটিকে মনে করা হয়, ম্যাসিডোনিয়ার রাজা সিকান্দার দ্য গ্রেটের। কিং অব ডায়মন্ডস কার্ডে যে রাজার ছবি রয়েছে, মনে করা হয় তিনি রোম সম্রাট অগাস্টাস সিজার এবং কিং অব হার্টস-এ যে ছবি রয়েছে, তিনি ৮০০ খ্রিস্টাব্দে ইউরোপের অর্ধেক জয় করে ফেলা বিখ্যাত রাজা শার্লেমেন।
এ ৪ রাজার কার্ড খেয়াল করলে দেখবেন, সব রাজার গোঁফ থাকলেও গোঁফ নেই ‘কিং অব হার্টস’-র। এর পেছনে অবশ্য লুকিয়ে রয়েছে একটি কারণ।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ডায়মন্ড, হার্ট, স্পেড এবং ক্লাব তাসে এই চার ধরনের প্রতীক সর্বপ্রথম ব্যবহার শুরু হয় ষোড়শ শতকে। এক ফরাসি ব্যক্তি এই প্রতীক ব্যবহার করেন। তখন সব রাজারই গোঁফ ছিল। পরিবর্তন আসে অষ্টাদশ শতকের শেষের দিকে। তখন আবারও তাসের কার্ডের পুনর্নকশা করা হয়। সেই সময় থেকেই কিং অব হার্টস-এর ছবিতে গোঁফ বাদ দেয়া হয়।
কেন জানেন? ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ প্রতিবেদন থেকে জানা যায়, ওই সময় কার্ড নকশা করার শিল্পী ভুলবশত কিং অব হার্টস-এর রাজার ছবিতে গোঁফ দিতে ভুলে যান। সে কার্ড সর্বত্র ছড়িয়ে পড়লে সে ছবির আর পরিবর্তন করা হয়নি। তার পেছনেও রয়েছে আরেক কারণ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পলিটিক্যাল প্ল্যাটফর্ম হবে না : সারজিস
কিং অব হার্টস-এ রাজা শার্লেমেনের ছবি মনে করা হয়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ফ্যাঙ্কদের রাজা শার্লেমেন দেখতে খুব সুন্দর ছিলেন। নিজের রূপের আলাদা পরিচিতির জন্য তিনি তার গোঁফ কেটে ফেলেছিলেন। তাই ঘটনাচক্রে শিল্পীর ভুল হলেও তা সত্যি ছিল শার্লেমেনের জীবনে। যে কারণে ‘কিং অব হার্টস’-এর রাজার ছবিতে এখনও গোঁফ না দেয়ার রীতিই প্রচলিত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।