বিনোদন ডেস্ক : কিরণ রাও’র শেষ পরিচালিত ছবি ‘ধোবিঘাট’ বানানোর পর কেটে গেছে প্রায় ১২ বছর। প্রায় একযুগ পর তার পরিচালনায় মুক্তির অপেক্ষায় ‘লাপাতা লেডিস’। ছবিটি মুক্তি পাচ্ছে ২০২৪ সালের ৫ জানুয়ারি। এতোমধ্যে ট্রেলার প্রকাশ প্রকাশিত হয়েছে।
আমির খান প্রযোজনা সংস্থার তরফে সদ্য এই সিনেমার ট্রেলার সামনে আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, গ্রামের পুরুষদের অভিযোগ তাদের বউরা ‘লাপাতা’ (হারিয়ে) হয়ে যাচ্ছে।
গ্রাম্য ভারতের ছবি ফুটে উঠেছে টিজারে। যেখানে দেখা যাচ্ছে দুই পুরুষ পুলিশ অফিসারের কাছে গিয়ে অভিযোগ জানাচ্ছে বউ হারিয়ে যাওয়ার, একই ট্রেনে করে ফেরার সময়। এরপর পুলিশ কনস্টেবল রবি কিষেণ জানতে চান ওই দুই পুরুষের কাছে তাদের কাছে হারিয়ে যাওয়া বউয়ের কোনো ছবি আছে কি না। যাতে একজন পুরুষ বিয়ের সময়ের একটা ছবি বের করে, কিন্তু দেখা যায় ঘোমটায় সেই মহিলার মুখ পুরোই ঢাকা।
লাপাতা লেডিস
সিনেমার অফিসিয়াল সিনোপসিস বলছে, ২০০১ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। যেখানে দুই তরুণী কনে ট্রেনের মধ্যে অদল-বদল হয়ে যায়। আর তারপর নিজেদের যাত্রপথে নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয় তারা। যা তাদের হাসায়-কাঁদায়, নিজেদের নারী সত্তাকে নতুন করে আবিষ্কার করে নিতে সাহায্য করে।
ছবিতে দেখা যাবে নিতানশী গোয়েল, প্রতিভা গোয়েল, স্পর্শ শ্রীবাস্তব, রবি কিষেণদের। দীর্ঘ ১৩ বছর পর রূপালি পর্দায় পরিচালক হিসেবে ফিরছেন আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাও। মাঝে প্রযোজক হিসেবে কাজ করলেও, পরিচালনায় দেখা মেলেনি তার।
প্রথমে চলতি বছরের ৩ মার্চ এই সিনেমা মুক্তির কথা ছিল। তবে অজানা কারণে পিছিয়ে যায় মুক্তি। আপাতত ঠিক আছে টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে এই সোশ্যাল কমেডি। ছবি যৌথভাবে প্রযোজনা করেছেন আমির খান ও কিরণ রাও এবং জিও স্টুডিওজ। সংলাপ স্নেহা দেশাইয়ের এবং গল্প বিপ্লব গোস্বামীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।