বিনোদন ডেস্ক : মঞ্চে পুরস্কার নিতে উঠে নিজেই দ্বিধায় পড়েন নীনা গুপ্ত। ফিল্মফেয়ার ওটিটি পুরস্কার হাতে পেয়ে মঞ্চেই জিজ্ঞেস করে বসেন কোন কাজের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে। সঙ্গে সঙ্গে দর্শকের হাসির রোল পড়ে যায়। আর সেই ভিডিও ইনস্টায় ছড়িয়ে দেন তার কন্যা মাসাবা গুপ্ত।
পঞ্চায়েত সিজন ২-তে সেরা সহ-অভিনেতা আর সেরা কমেডির জন্য ফিল্মফেয়ার ওটিটি পুরস্কার পান নীনা গুপ্ত। আর এই পুরো বিষয়টার একটি ভিডিও খোদ নীনা গুপ্তর মেয়ে মাসাবা গুপ্ত ইনস্টাগ্রামে পোস্ট করেন।
ফিল্মফেয়ার ওটিটি পুরস্কার পেলেন নীনা গুপ্ত। কিন্তু অভিনেত্রী বুঝলেনই না তিনি কীসের জন্য পুরস্কারটা পেলেন। ‘পঞ্চায়েত’ নাকি ‘মাসাবা মাসাবা’র জন্য! মঞ্চে পুরস্কার নিতে উঠে পুরোটাই গুলিয়ে ফেলেন, একই সঙ্গে অপ্রস্তুত হয়ে যান। তিনি ভেবেছিলেন যে তিনি হয়তো ‘মাসাবা মাসাবা’র জন্য এই পুরস্কার পেয়েছেন। কিন্তু পরে দেখা যায় যে তিনি আদতে ‘পঞ্চায়েত’-এর জন্য পুরস্কার পেয়েছেন। আর বিষয়টা ধরতে পেরে হেসে ফেলেন অভিনেত্রী।
ভিডিওটির শুরুতে দেখা যায়, নীনা এক হাতে পুরস্কার ধরে আরেক হাতে মাইক নিয়ে প্রশ্ন করছেন: ‘এটা আমি ‘মাসাবা মাসাবা’র জন্য পেলাম, না? এটার সব থেকে মজার বিষয় হলো, এই শো-র জন্য আমি আর মাসাবা দুজনেই মনোনীত হয়েছিলাম একে অন্যের বিপরীতে।’
এরপরই দর্শকদের থেকে একজন চিৎকার করে বলেন যে, ‘না, তিনি এটা ‘পঞ্চায়েত’-এর জন্য পেয়েছেন।’ এরপরই তিনি কনফিউসড হয়ে যান আর প্রশ্ন করেন, ‘আগে বলো আমি এই পুরস্কার কীসের জন্য পেয়েছি?’ তখন সঞ্চালক মণীশ পাল তার সঙ্গে মশকরা করতে থাকেন, যেহেতু তিনি একাধিক বিভাগে মনোনয়ন পেয়েছেন।
পরে তিনি অবশ্য জানান যে নীনা এই পুরস্কার ‘পঞ্চায়েত’-এর জন্যই পেয়েছেন। তখন তিনি পেছন ফিরে স্ক্রিনের দিকে একঝলক তাকিয়ে বলেন, ‘কিন্তু এখানে তো মাসাবা মাসাবা দেখা যাচ্ছে। ও তাহলে পঞ্চায়েতের জন্য জিতেছি? হে ঈশ্বর!’ বলেই অভিনেত্রী হাসিতে ফেটে পড়েন। এরপর তিনি আরও বলেন, ‘আমি আসলে বলতে চেয়েছিলাম যে আমি যদি পঞ্চায়েতের জন্যও পুরস্কার পেতাম।’
এরপর অভিনেত্রী তার পুরস্কার পাওয়ার বিষয়ে আরও বলেন, ‘আমি তো দুটোর জন্যই প্রাইজ পেতে চাই। ঠিক আছে চলো, তাহলে এখনও মাসাবার চান্স আছে, মাসাবা মাসাবার জন্য সে এখনও পুরস্কার পেতে পারে। আসলে মা না… ধন্যবাদ। যদিও আমি আজ অনেক বড় গন্ডগোল করে দিয়েছি। কোনো ব্যাপার না।’ এরপর নীনার সহ-অভিনেতা গওহর খান তাকে ‘তারকা’ বলে সম্বোধন করেন।
এই ভিডিও শেয়ার করে মাসাবা লেখেন, ‘প্লিজ আমার মায়ের এই ভিডিও দেখুন। দেখুন উনি কীভাবে অন এবং অফ স্টেজ নিজের জীবনকে উদ্যাপন করছেন, বাঁচছেন।’ এরপর তিনি ‘পঞ্চায়েত’-এর টিমকে শুভেচ্ছা জানান তাদের জয়ের জন্য।
নেটফ্লিক্সে ‘মাসাবা মাসাবা’র প্রথম সিজন লঞ্চ করেছিল, সেখানে নীনা গুপ্তকেও দেখা যায়। এই শোটি চলতি বছরের জুলাই মাসে মুক্তি পায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।