বিনোদন ডেস্ক: ছিলেন বেলুন বিক্রেতা। রাস্তায় বেলুন বিক্রি করতেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে রাতারাতি মডেল বনে গেছেন এই তরুণী। তার মেকআপ করা ছবি নজর কেড়েছে নেটিজেনদের। চোখের পলকেই স্যোশাল মিডিয়া সেনসেশন হতে তার সময় লাগেনি।
বলা হচ্ছে ভারতের কেরালার বাসিন্দা কিসবুর কথা। কিসবু কেরালারই এক মন্দিরের সামনে দাঁড়িয়ে বেলুন বিক্রি করতেন। হঠাৎ নজরে পড়েন ফটোগ্রাফার অর্জুন কৃষাণের। ঝটপট সদ্য তারুণ্যে পা রাখা কিসবুর কয়েকটি ছবি তোলেন অর্জুন। ছবিগুলো কিসবু আর তার মাকে দেখিয়ে, তাদের অনুমতি নিয়ে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন অর্জুন। নেটিজেনদের মধ্যে অপ্রত্যাশিত সাড়া পান। মুহূর্তে ভাইরাল হয় কিবসুর ছবিগুলো।
অর্জুন জানান, তিনি ১৭ জানুয়ারি কেরলের আন্দালুর কাভু উৎসবে কিসবুর প্রথম ছবি তুলেছিলেন। প্রথম দেখাতেই কিসবু তার নজর কেড়েছিল বলেও জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে, কিসবু ও তার পরিবার জানায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই তাদের সঙ্গে অনেকে যোগাযোগ করেন। শেষপর্যন্ত মেকআপ আর্টিস্ট রেম্যা প্রজুলের সাজে ফের ক্যামেরার সামনে দাঁড়ান কিসবু।
মেকআপ আর্টিস্ট রেম্যা প্রজুল জানান, কিসবুকে সাজাতে তার অনেক সময় লেগেছিল। ভোর ৪টার সময় মেকআপ দেওয়া শুরু করেন তিনি।
কিসবুকে ম্যানিকিউর, পেডিকিউর আর ফেসিয়াল করানো হয়। তবে বেলুন বিক্রেতা কিসবুর আছে এসব কিছু একেবারেই নতুন অভিজ্ঞতা। তাই তাকে প্রত্যেকটি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
এছাড়া ছবি তোলার সময় কিসবুকে বেশকিছু সোনার গয়না আর ট্র্যাডিশনাল শাড়িও পরানো হয়। ধারণ করা হয় ভিডিও। সেই ছবিগুলোও নেটিজেনদের মন কেড়ে নেয়।
তবে কিসবুই প্রথম নয়, কেরালার কোঝিকোড়ের বাসিন্দা মাম্মিক্কাও দিনমজুর থেকে রাতারাতি স্যোশাল মিডিয়ায় মডেল হিসেবে আত্মপ্রকাশ করেন। দিনমজুর মাম্মিক্কাকে আবিষ্কার করেন শারিক ভায়ালিল নামের এক আলোকচিত্রী। সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।